৩য় পর্বে আমরা জেনেছিলাম- ডোমেইন কি, আজকে আমরা জানবো একটা ডোমেইন কিনতে গেলে কি কি লাগে ও কত টাকা লাগে।
ডোমেইন কিনতে কি কি লাগে-
মুলত একটা ডোমেইন কিনতে গেলে আমাদের লাগবে ডোমেইন নেম,আর কিছুই না।কিন্তু যদি আপনি ডোমেইনটি নিজের নামে ও সকল কন্ট্রোল আপনার নিজের কাছে নিতে চান তাহলে আপনাকে নিচের তথ্যগুলি দিতে হবে।
ডোমেইন কিনতে কত টাকা লাগে?
মুলত ডোমেইনের মুল্য নির্ধারিত হয় ডলারে,ডলারের দাম ওঠা-নামা করলে ডোমেইনের মুল্যটাও ওঠানামা করে।বর্তমানে ২০২২ সালের অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, একটা টপ লেভেল ডোমেইন কিনতে গেলে আপনার- ১০০০-১৫০০ টাকা খরচ হবে।তবে এই খরচ কোম্পানিভেদে আলাদা হতে পারে।
ডোমেইন রিনিউ করতে কত টাকা লাগে-
ডোমেইন মুলত বছর-বছর রিনিউ করতে হয়।আর এই রিনিউ করার খরচ হলো ক্রয়মুল্যের চেয়ে ১ ডলার বেশি হয়ে থাকে সর্বোচ্চ।তবে সাধারনত ক্রয়মূল্যের সমানই ধরা যেতে পারে।সমস্যা হলো টাকার হিসাবের সাথে মেলেনা,কেননা ডলারের দামের তারতম্য।
ডোমেইন সময়ের মধ্যে রিনিউ না করলে কি হয়?
ডোমেইন যদি আপনি রিনিউ টাইমের মধ্যে রিনিউ না করেন,তাহলে ডোমেইনটি অবমুক্ত হয়ে যাবে।এমন সময়ে অন্য কেউ এই ডোমেইনটি কিনতে পারবেন।আমরা যেসকল ডোমেইন সার্চ করে থাকি,সেগুলির কুকিজ ধরে ধরে মুলত ডোমেইনের ভ্যালু বেড়ে যায় ও কমে যায়।যেটি বেশি সার্চ হয় সেটির ভ্যালু বেশি বেড়ে যাবে,এটাই নিয়ম।
এইজন্য রিনিউ না করতে পারলে সাধারণত,আপনাকে বেশি মুল্য দিয়ে কিনতে হবে অথবা আর আপনি ডোমেইনটি পেলেনই না।
ব্যবসা শুরুর আগেই নয় বরং যখন উদ্যোগের নাম রাখছেন,তখনই ডোমেইন কিনে নিন।