আমি উদ্যোক্তা হবো উদ্যোক্তাদের জন্য পরিপূর্ন গাইড লাইন-০৬

ডোমেইন কি?
ডোমেইন কিনতে কি কি লাগে?
ডোমেইন কেনার আগে কোন কোন দিকে খেয়াল রাখবো?
এই সকল দিকগুলি নিয়ে আমরা জেনেছি ইতিমধ্যেই,এখন আমাদেরকে জানতে হবে ডোমেইন নেইম কেমন হলে ভালো হয়,আর এগুলি কেনার জন্য কোনগুলি বেস্ট অপশন।
  • ডোমেইন সহজে মনে রাখা যায়, এমন হলে খুবই ভালো হয়।আমার সকল ক্রেতাকেই আমি বলি এটা,অনেকেই অনেক বড় নাম দেন।আমি বলি ছোট করে নিতে।
  • ডোমেইন হিসাবে .com কেই প্রাধান্য দেয়া ভালো।এটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন র্যাংকিং ভালো হয়।
  • ডোমেইন যথা সাধ্য ছোট রাখার চেষ্টা করতে হবে।ধরুন কারো নাম হলো- Baking by ummey এত বড় নামে ডোমেইন না দিয়ে Bakingbu ডট com ও নিতে পারেন,কিন্তু লোগোতে মুল নামটা রাখবেন।
  • কোনো ট্রেডমার্ক ওয়েবসাইটের নামের সাথে মিলে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে।যেমন: facebookbd, googleinfo, applebd ইত্যাদি।এই সকল নামে ডোমেইন ক্রয় করা থেকে বিরত থাকা উচিত।
ডোমেইন নেম কেমন হবে: মানুষ ডোমেইন মানেই ডট কমকে মনে করে থাকে। তাই সব সময় ডট কমকেই প্রাধান্য দিতে হবে।সহজে মনে রাখা যায়, সহজে বানান করা যায়, শ্রুতিমধুর হয়, উদ্ভদ কোনো ডোমেইন পছন্দ করে পাঠকে ভড়কে দেবার প্রয়োজন নেই।
ডোমেইন যথা সাধ্য ছোট রাখার চেষ্টা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *