আমি পারতপক্ষে কখনো আমার কাজের জন্য তাকে ডিস্টার্ব করিনা

আমি পারতপক্ষে কখনো আমার কাজের জন্য তাকে ডিস্টার্ব করিনা,খুব কাছের কেউ হলেও আমি সাধারণত কোন চাহিদা রাখিনা তাদের কাছে।

জীবনটা খুবই ছোট তবে অনেক বেশি প্যাঁচ দিয়ে ভরা,আমি খুব নিট এন্ড ক্লিন চিন্তার মানুষ।আমার চিন্তায় কেবলই সরল কিছু মাথায় আসে।

আমি কাউকে কিছু বললে সব সময় খুব সহজ-সরল ভাষাতেই বলি কিংবা আমাকে কেউ কিছু বললেও আমি সেটা সহজ-সরল ভাবেই ভাবি।কিন্তু এখন দিন যাচ্ছে আর বুঝতে পারছি- এটা ভুলই নয়,এটা মারাত্বক অন্যায়।

আমি কিছু বেসিক মেনে চলি-
✔️ কারো কাছে ঋনী না থাকা (কোন অবস্থাতেই)
✔️ কারো ব্যাক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা না করা
✔️ কাউকে কুয়েরী না করা
✔️ এক্সপ্লেনেশন চাইনা এবং দিতেও পছন্দ করিনা
✔️ খুব হাইপড কিছুকে এড়িয়ে চলা
✔️ দাওয়াত ও গিফট এড়িয়ে চলি,এটাও এক প্রকার ঋণ বলে মনে হয়।কারন এটা থেকে অনেক পেইন পেয়েছি আমি,কিন্তু বলছিনা যে এটা সবাই করে।

অনেকেই আমাকে ভালোবাসেন,এটাকে আমি নিখাঁদ হিসাবেই দেখতে চাই,বাকিটা তো আপনার মনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *