আর্টিকেল লেখার সময় বিবেচ্য বিষয় সমুহ-

লাঞ্চের টাইমে 

Yemeni Ibnul

 ভাই সোজা চলে এলো সৌভিকের রুমে, উদ্দেশ্য অফিস শেষে

Gm Kowsar

 সাহেবের বাসায় যেতে হবে কারন তিনি অসুস্থ।

এদিকে 

N Sayem

 ভাই এসেই প্রশ্ন ছুড়্র দিলো আরে ভাই তুমি এত এনার্জী পাও কোথা থেকে বলো তো?

সৌভিক 

Jubaer Noman

 এর দিকে তাকিয়ে বললো বল তো ভাই কোথা থেকে পায়?

নোমান- ধুর ভাই আমি জানি না।
সৌভিক- ফাউ বাজারের চায়ের কাপ দেখিয়ে জানিয়ে দিলো এটা থেকে।
Priyanka Basak

 মুড খানা অফ করে এসেই টেবিলে ব্যাগ টা রেখে জানিয়ে দিলো আমি আজ যাবো না।

ওমা তাকিয়ে দেখি 

Nadira Rahman Dipu

 আপু ও আছেন।

সৌভিক- কি হলো সবার?
নাদিরা আপু- আমি কন্টেন্ট লিখতে পারি না এদিকে আপনি শুধু ভূল ধরেন।
সৌভিক- আচ্ছা আমি কাজ করেছি বলেই আমার চাওয়া আপনারা ভালো কাজ করুন তাই ভূল ধরি।
Kanta Bullet

 আপু- ভূল ধরেন ঠিক আছে, বাট নিয়ম কানুন শিখিয়ে দেন।

সৌভিক- ওকে শিখিয়ে দিব।
Madhurjo Marshad

– আমি সেদিন লিখে আপনাকে দেখালাম আপনি কি বললেন?

আমার লেখা নাকি অনেক বড় হয়েছে যা পেজে দেয়া যাবে না।
Munny Mohosin

 আপুর বক্তব্য- সৌভিক একটু নিয়ম কানুন গুলি বলে দাও।

সৌভিক-
 প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অনেক বড় লেখা প্রযোজ্য, কিন্তু অনলাইলের জন্য লেখা অবশ্যই অর্থবহুল ও ছোট হতে হবে।
Dristy Kaji

 ম্যাডাম ওহ আচ্ছা আর কি?

সৌভিক
 তথ্যকে সঠিকভাবে উপস্থাপন করতে ছবি বা ডায়াগ্রাম ব্যবহার করতে হবে।
ছবিগুলো দেখেই যাতে এর বিষয়বস্তু বোঝা যায় ও লেখার সঙ্গে সামঞ্জস্য থাকে।
Ratna Rani Dev

 দিদি- ওহ এই জন্য আমার এই অবস্থা?

সৌভিক-
 অনলাইনের জন্য আর্টিকেলগুলো একই পদ্ধতিতে লিখতে হবে, যেন লেখায় কিওয়ার্ড গুলো ঠিক থাকে।
Umme Honey

 আপু- এইজন্য আমার আপনার লেখা ভালো লাগে।

সৌভিক- কৃতজ্ঞতা অনেক।
তবে আপনি 

Shormy Mala

 আপুর লেখা ও দেখতে পারেন।

 লেখা অবশ্যই সহজবোধ্য ও প্রফেশনাল মানের হতে হবে। নতুনরা বারবার লিখে এগুলোকে আয়ত্বে আনতে পারেন।
অন্তত 

Abida Khan Shompa

 ম্যাডামের মত কথা ঘুরিয়ে না বলাই ভালো।

Juthy Nargis

 আপু- ভাইয়া আবার পঁচালেন?

সৌভিক- আরে নাহ।
ওনার পোষ্ট আমার অনেক বার পড়া লাগে।
বড় বাক্যকে একলাইনে না রেখে ভেঙ্গে ভেঙ্গে ছোট করে লিখতে হবে।
Joyti Afrin

 আপু- কারন কি?

সৌভিক-
মনে রাখতে হবে, পাঠক কখনো পাশাপাশি স্ক্রল করতে পছন্দ করেনা, তারা স্বাভাবিকভাবে উপর নিচে স্ক্রল করে।
লাইনগুলো স্ক্রিন এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাজাতে হবে।
সাইকা নূর

– আচ্ছা আর কি?

সৌভিক-
 লেখা কম্পলিট করে পরে অন্য কোন পরিবেশে পড়তে হবে।
সম্ভব হলে অন্য কাউকে দিয়ে লেখাটি পড়িয়ে নিতে হবে। তারপর প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে, যাতে লেখাটি আরও পাঠকপ্রিয়তা পায়।
Shamima Sultana

 -উফ আর পড়তে মন চাইছে না।

সৌভিক- তাহলে তো
 লেখাকে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে, কখনই প্রাসঙ্গিক বিষয় বাদ দিয়ে অন্য কিছু বর্ণনা করা যাবেনা।
Romana Rimu

 তুই নিজে কেন বড় লিখিস?

সৌভিক-
 জনপ্রিয় ব্লগার “জেকব নেলসন” এর মতে অনলাইনে কোন লেখা প্রিন্টেড সংস্করণ থেকে আকারে অর্ধেক হওয়া উচিত।
Shanaz Hassan

 আপু- ভাই তুই আর আর কি কি লিখবি?

সৌভিক- নতুন দের জন্য যা যা লাগে সব, তারপরে এক্সপার্ট দের নিয়ে পড়বো।
 লেখার ফন্ট ও কালার এমন হতে হবে যেন লেখাটি যে সাইটে পাবলিশ করা হবে তার সাথে সামঞ্জস্য হয়। কখনও লেখাকে বেখাপ্পা রঙ দেওয়া যাবে না।
Sheema Akter

 আপু- ভাই উপকার তো করছেন।

লোকে পিছনে পড়বে কিন্তু।
সৌভিক- পিছনে থাকলে তো তারা পিছনেই থাকবে, এত কেন ভাবছেন?
কোথাও জটিল শব্দ (স্বাভাবিক ভাবে বুঝতে অসুবিধা হয়) প্রয়োগ করা যাবে না। যদিও ব্যবহার করতে হয়, সেখানে অর্থ বোঝার জন্য বন্ধনীর (ব্র্যাকেট) মধ্যে রেফারেন্স দিতে হবে।
Taslima Alam

 আপু- ভাই বলে যান আপনার কাজ টা কি?

সৌভিক- আপু সবাই জানে তো
আমি আইটির A-Z সার্ভিস দেই।
স্পেশালি
কাজ করছি লগো,ফেসবুক পেজ,ডোমেইন-হোষ্টিং নিয়ে
Sharmina Mazumder

 আপু- আরে ভাইয়া বুষ্টিং করেন সেটা বলেন

সৌভিক- সব বলতে নেই।
আমায় কেমন চেনে সবাই দেখি।
Founder & CEO- ICT CARE & Easysodai

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *