আলোচনায় যখন LinkedIn (শেষ পর্ব)

 

টপিক- LinkedIn সঠিকভাবে ব্যবহার করার কিছু উপায়
সৌভিক ভাই এর LinkedIn নিয়ে পোষ্ট দেখে অনেকেই একাউন্ট খুলে ফেলেছেন LinkedIn এর অথবা অনেকেই একাউন্ট খুলতে চাইছেন এমন টাই জানালেন

Shamima Sultana

আপু কিন্তু

Ferdousi Akhter

জানালেন উনি এখনো খোলেন না একাউন্ট।

এদিকে

Munny Mohosin

আপু।

Shanaz Hassan

আপু,

Ratna Rani Dev

আপু ও

Abida Khan Shompa

আপু জানালেন যে একাউন্ট খুললেও এখনো তারা একাউন্ট সাজান নাই আমার পোষ্ট শেষ হলে সাজাবেন।

আলোচনা শুরু করলো সৌভিক ভাই-
✅ লিংকডইন একাউন্ট থেকে আপনার সঙ্গে যুক্ত পেশাদারদের কাছ থেকে বিভিন্ন পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সুপারিশ পেতে পারেন আপনি

Md. Ibnul

ভাই।

কি বলেন সৌভিক ভাই? এই জিজ্ঞাস করে প্রশ্ন করলেন

Shahida Akhi

আপু।

সৌভিক ভাই জানালেন-
✅ নিয়োগকর্তারা অনেকক্ষেত্রেই ইন্টারভিউর আগে চোখ বুলিয়ে নেন প্রার্থীর লিংকডইন প্রোফাইলে। এ ক্ষেত্রে পেশাদারদের সুপারিশ আপনাকে এগিয়ে রাখবে চাকরি পাওয়ার দৌড়ে।এটা ও কিন্তু দারুন ব্যাপার।
Shanzida Afrin Kanta

আপু বললেন যে ভাইজান এত সুবিধা এই জিনিসে, কিন্তু ছাত্রী জীবনে জানলাম না কেন?

সৌভিক ভাই জানালেন- এখন জেনে নেন সমস্যা নাই, বাচ্চাদের তো কাজে লাগবে।
✅ আপনার দক্ষতা গুলোর বিবরণ দেওয়ার সময় বিভিন্ন ‘Key words’ ব্যবহার করুন। চিন্তা করুন আপনার নিয়োগকর্তা কী কী দক্ষতা প্রত্যাশা করবেন আপনার কাছে, সেগুলো কি-ওয়ার্ড হিসেবে ব্যবহার করুন।
Adhora Chowdhury

দিদি বললেন যে গুরু এসবে আপনি ই ভরসা, একটু শিখিয়ে দেন।

সৌভিক জানালেন- দিদি আপনি নিজেও পারবেন সব, এই ভাবে দেখেন।
✅ ‘Company Buzz’ নামে লিংকডইনের একটি অ্যাপ আছে, সেটি ব্যবহার করে আপনি জানতে পারবেন টুইটার, লিংকডইন ইত্যাদি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার কোম্পানি বা আপনার সম্পর্কে মানুষের মতামত, ধারণা ইত্যাদি সম্পর্কে।
Marin Naznin

আপু জানালেন, আরে এত জাগ্যায় কিভাবে কি করবো ভাবছি রে ভাই।

সৌভিক ভাই জানালেন-
✅ সোশাল মিডিয়ায় আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট যেখানেই থাকুন না কেন লিংকডইন প্রোফাইল লিঙ্কটি দিতে ভুলবেন না। এর মাধ্যমে নতুন নতুন মাধ্যম থেকে নেটওয়ার্ক তৈরি হবে।
Nadira Rahman Dipu

আপু বললেন যে সব ই করলাম, এবার কি হবে?

সৌভিক ভাই জানালেন-
✅ সবশেষে নজর দিন আপনার প্রোফাইল কতটা নান্দনিক তার উপর। প্রোফাইলটি পড়তে এবং দেখতে ভালো লাগছে কি? বানান, ব্যাকরণ ইত্যাদি যাচাই করে দেখুন, দীর্ঘ এবং কঠিন বাক্য এড়িয়ে চলুন। তা নাহলে অনেকে বিরক্ত হয়ে পুরোটা না পড়েই আপনার প্রোফাইল থেকে বেরিয়ে যেতে পারে।
শুভ কামনা রইলো সবার জন্য।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *