আহ! আমাদের ভাবনার আকাশ যদি এভাবেই নীল হতো!

ডিপ্রেশন- ছোট বেলায় যেটাকে মন খারাপ বলে জেনেছি সেটাই যেন বড় হয়ে ডিপ্রেশন নামক আধুনিক শব্দে রুপ নিয়েছে।এই আধুনিক শব্দের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়াটাও আবার দুঃসাধ্য ব্যাপার।
এই আধুনিক শব্দের সাথে আমাদের এত ওতপ্রোতভাবে জড়িয়ে যাবার একটা বড় কারন হলো আক্ষেপ।হ্যাঁ ঠিকই শুনছেন আক্ষেপ।
ধরুন আপনাকে জিজ্ঞাস করা হলো- পৃথিবীর সপ্তম আশ্চর্য গুলির নাম বলুন কিংবা লিখুন।আপনারা অনেকেই লিখবেন কিংবা মুখে বলে দিবেন অবলীলায়।অথচ আপনারা সেই নাম গুলিই লিখবেন যেগুলি আপনার দেখা হয়নি হয়তো,যেমন- পিরামিড,হেলানো টাওয়ার,তাজমহল ইত্যাদি।
অথচ এই ভাবনাটাকেই যদি আমরা এভাবে ভাবতে পারতাম যে,আমার কাছে যা আছে তার মাঝেও অনেক আশ্চর্য বিদ্যমান।
অবাক হচ্ছেন?
নাহ,অবাক হবার কিছু নেই।দেখুনতো এইগুলি কি কম আশ্চর্যের ব্যাপার-
✅ কথা বলতে পারা
✅ শুনতে পারা
✅ দেখতে পারা
✅ মানুষ হিসাবে জন্মানো টা
✅ পরিপূর্ন সুস্থ মানুষ হতে পারাটা
✅ মানুষ হিসাবে অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল থাকতে পারা
✅ মনুষ্যত্ব ও বিবেকের সংমিশ্রণ থাকা
ভেবে দেখুন তো,এইগুলি সব আমরা পেয়েছি অনেকেই যা আসলেও আশ্চর্যের বিষয়।উপরের তিনটি ছাড়া বাকি সবগুলি আমরা চাইলেই করতে পারি,কিন্তু করছি কতজন?
যাদের মাঝে এইগুলি বিদ্যমান তারা কম কিসে?
ডিপ্রেশন নামক আধুনিক শব্দের আগমনের আরো একটা কারন হলো- আর্থিক স্বচ্ছলতা।
আমরা অনেকেই এই ব্যাপার নিয়ে চিন্তিত,যদি প্রশ্ন করা হয় আপনার কাছে কত টাকা আছে?একটু ভেনে হিসাব করলে অনেকের কাছে অনেক রকম উত্তর আসবে।
কিন্তু ভেবে দেখেছেন কি,টাকার চেয়েও অধিক মুল্যবান কিছু আছে আপনার কাছে।
সৌভিক ভাই এইবার নির্ঘাত অসুস্থ অবস্থায় ভুল বকছে,এমন ভাবনা এলেও আমি খারাপভাবে নিচ্ছিনা,কারন আপনাকে আমি ভুল প্রমাণ করতে পারবো।
ভেবে দেখুন-
আপনাকে কেউ বললো- আপনার একটা হাত তাকে দিতে হবে সে আপনাকে ১০ লাখ টাকা দিবে।
দিবেন?
আপনাকে কেউ বললো- আপনার একটা পা তাকে দিতে হবে,সে ২০ লাখ টাকা দিবে।
দিবেন?
আপনাকে কেউ বললো- আপনাকে ৫০লাখ টাকা দিবে,চোখ দুইটা তাকে দিতে হবে।
দিবেন?
সবগুলির উত্তর আসবে, নাহ দিব না।
তাহলে কেন ভাবছেন আপনি অন্যের চেয়ে কম?
কেন ভাবছেন আপনি একটু পিছিয়ে আছেন?
কেন ভাবছেন আপনার মাঝে সবকিছু নেই?
আসুন আমাদের ভাবনাটাকে একটু অন্যরকম ভাবে ভাবি,বদলে যাবে নিজের চিন্তা বদলে যাবে সবটা।

মোঃ সৌভিকুর রহমান

শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রফেশনাল সিভি নিয়ে।
আমার পেজ- ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *