ইউটিউব চ্যানেলে কাজ কিভাবে করা উচিত

অনেকেই বলেন ইউটিউব মার্কেটিং নিয়ে লিখতে।তাদের উদ্দেশ্যেই আজকের লেখাটা।
১. ইউটিউব এর প্রথম কথা হল আপনাকে ইউনিক কিছু কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে নিজে কিছু করতে হবে। আপনি চাইলেই কারাে তৈরি করা ভিডিও আপনার চ্যানেল এ আপ করতে পারবেন না।
২. সাধারণত আমরা অনেকেই ক্যামেরা এবং লাইটিং এর ব্যবহার সম্পর্কে ভালােভাবে জানি না। আমরা ক্যামেরা এবং লাইটিং এর উপরে সল্প সময়ে একটি ভাল কোর্স করে নিতে পারি। এটি আপনার পরবর্তী জীবনে অনেক কাজে দিবে।
৩. ভালো স্টোরি- ভালাে একটি ভিডিও তৈরি করার পিছনে অনেক সাধনা করতে হয়। আর সাধারণত স্টোরি এটাচমেন্ট সমন্ধে যদি আপনার ভালাে ধারণা থাকে তাহলে আপনি ভালাে একটি ভিডিও বানাতে পারবেন।
৪. আপনি চাইলে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন। যেমন, আপনি কোথাও ট্যুর এ গেছেন। আপনি আপনার ট্যুর নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারেন। এবার আপনি কোন কনসার্ট এ গেছেন, আপনার দেখা সব থেকে ভাল কিছু গান ভিডিও করে আপ করে দিন আপনার ইউটিউব চ্যানেলে।তবে অবশ্যই একটা নিশ ঠিক করে কাজ করা উচিত।
৫. ইউটিউব মার্কেটিং যারা করে তারা সাধারণত কোন একটা বিষয় নিয়েই সব সময় ভিডিও আপ করে। থেকে। যেমন, ফান ভিডিও, ক্রিকেট ভিডিও, নাটক, শর্ট ফিল্ম, রহস্য অনুসন্ধান, খবর, ঐতিহাসিক ঘটনা এমন কিছু একটা নিস নিয়ে আপনি শুরু করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *