Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
এটি বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপ। অনেকেই এই অ্যাপটি ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করার জন্য ব্যবহার করে থাকে।
এতে আপনি বিভিন্ন ভিডিও ক্যাটাগরিতে যেমন মুভি, মিউজিক,
টিভি শো ব্রাউজ করে অথবা সার্চ বারে সার্চ করার মাধ্যমে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটির সাহায্যে আপনি আপনার পছন্দের ভিডিওটি বিভিন্ন ফরমেটে ডাউনলোড করতে পারবেন
এবং আপনার ফোনের স্টোরেজে স্টোর করে রাখতে পারবেন। অ্যাপটির ডাউনলোড স্পিডও বেশ ভালোই।
এতে বিল্ট-ইন ভিডিও প্লেয়ার ও মিউজিক প্লেয়ারও রয়েছে। পাশাপাশি অ্যাপটির সাহায্যে আপনি
এনক্রিপ্টেড স্পেস তৈরি করে ভিডিও হাইড করেও রাখতে পারবেন।
আর এই সমস্ত ফিচার আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। এই অ্যাপটিও প্লে স্টোরে নেই,