ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের সেরা কিছু এপস 2

আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে ইউটিউব তাদের সার্ভারে থাকা বেশিরভাগ ভিডিও ডাউনলোড করতে দেয় না। কারণ এটি সম্পূর্ণ তাদের Terms & Condition এর বিরুদ্ধে।

KeepVid

বর্তমান সময়ের ওয়ান অফ দ্যা বেস্ট ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপ হলো KeepVid। এটি বেশ জনপ্রিয় একটি ভিডিও ডাউনলোডর অ্যাপ।

এর সাহায্যে আপনি ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করতে পারবেন অন্যান্য সব ভিডিও ডাউনলোডারের চেয়ে বেশি স্পিডে।

তাছাড়া এর সাহায্যে আপনি ইউটিউব এর পাশাপাশি ২৭টি ভিডিও শেয়ারিং সাইট হতেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সহজে ব্যবহারযোগ্য ইউজার ইন্টারফেসের এই অ্যাপটির মাধ্যমে আপনি অন্যান্য এইচডি ফরমেটের পাশাপাশি ৪কে

রেজুলেশনও ভিডিও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এর সাহায্যে আপনি এমপি৩ ফরমেটেও ভিডিও ডাউনলোড করাতে পারবেন।

অ্যাপটিতে একটি বিল্ট-ইন ভিডিও প্লেয়ার এবং অডিও প্লেয়ার রয়েছে। আর এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি; তবে এতে কোন অ্যাড ফ্রি ইউজার ইন্টারফেস নেই।

বিঃদ্রঃ ইউটিউব হতে কপিরাইটের আওতাধীন ভিডিওগুলো ডাউনলোড করা থেকে বিরত থাকুন। ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে শুধুমাত্র ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধিনে থাকা ভিডিওগুলো ডাউনলোড করুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *