একজন সম্মানিত ক্লায়েন্ট- ভাইয়া, আপনি খুব সুন্দর কাজ করেন শুনেছি।আমার একটা লোগো বানিয়ে দিবেন?
আমি- জ্বি, অবশ্যই।
সম্মানিত ক্লায়েন্ট- কত টাকা দিব ভাইয়া?
আমি- চার্ট দিয়ে দিচ্ছি, একটু দেখেন।
সম্মানিত ক্লায়েন্ট- ওমা! ভাইয়া এত টাকা দাম? একটা লোগো ডিজাইন করতে?
আমি- জ্বি আপু, কোন সমস্যা?
সম্মানিত ক্লায়েন্ট- আমি এত টাকা দিব করে দেন প্লিজ।
আমি- নিয়মের বাইরে, আচ্ছা দেন আমি ডিজাইন করে দিব।
সম্মানিত ক্লায়েন্ট- বিকাশ নাম্বার দেন।
ডিড হয়ে গেলো, ভাবছেন ভাইয়া এমন করে ডিড করে?বাকিটুকু পড়েন-
আমি- আপু, এই যে দেখেন।
সম্মানিত ক্লায়েন্ট- ভাইয়া,আমি আসলে এমন চাইছিনা,একটা লোগো দিয়ে বললেন, এই আপুর মত চাইছিলাম প্লিজ।
আমি- আপু, সেটাও হবে অবশ্যই।ঐ আপুর মত চার্জ দেন।
সম্মানিত ক্লায়েন্ট- মানে?
আমি- ঐ আপু, আমাকে ডিজাইন আর কনসেপ্ট ডেভলপ মানে চিন্তা করার টাকা দিয়েছেন,এইজন্য ওনার টা চিন্তা করে করেছি।আপনি শুধু ডিজাইন চার্জ দিতে চেয়েছেন,তাই শুধু ডিজাইন করে দিয়েছি।
মোর্যাল অফ দ্যা স্টোরি কি জানেন?
আমাদের ৯৮% উদ্যোক্তার মার্কেটিং লেভেল ও ব্রান্ডিং সম্পর্কে ধারনাই নেই।
আজ একটি কোম্পানির সাথে আমি কন্টেন্ট প্রতি ৬০০০ টাকার চুক্তি করেছি, আলহামদুলিলাহ।ডিজাইন এবং কন্টেন্ট।
এদিকে আমরা হয়তো ভাবছি, ৬০০০ টাকা কন্টেন্ট? ভাই সেইটা কি জিনিস?
এইজন্যই পড়তে হবে, একটা পেজের কন্টেন্ট ফোকাসিং মুলত কি।এবং এলিমেন্ট কি কি? কেন টাকা নিচ্ছে?
শুধু ঢাকা শহরেই এমন শত শত এজেন্সি আছে যারা একটা প্রতিষ্ঠানের কাজ করে উঠতে পারেনা।যেমন বাজেট তেমন কাজের লেভেল।
হিসাব খুব সোজা- মার্কেটিং আর ব্রান্ডিং লেভেল যেমন, কাজের মানও তেমন।
বিজনেস করতে গেলে শিখতেই হবে।