এন্ড্রয়েড ফোনের স্পিড বাড়াতে গেলে এবং ভালো পারফরম্যান্স পেতে গেলে আপনার জন্য একটি কার্যকর উপায় হচ্ছে
ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব খালি রাখা। তবে আমি আপনাকে আপনার ফোনের ইন্টারনাল
স্টোরেজ একদম খালি করে রাখতে বলছিনা।
ধরুন,
Shanzida Afrin Kanta
আপুর ফোনের ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। আর আপনি এমন একটি এপস চালাচ্ছেন যা ২জিবি স্পেস নেয়।এমন সময় আপনি
যখন ওই অ্যাপটি চালাবেন, তখন ওই অ্যাপের ডাটাগুলো লোড করতে এপস টি ফোনের ইন্টারনাল স্টোরেজকে ব্যবহার করে।
তাই ওই ২জিবির অ্যাপ বা গেমটি চালাতে আপনার ফোনে কম করে হলেও ২ থেকে ৪ জিবি ফ্রি স্পেস থাকা প্রয়োজন।
এভাবে ইন্টারনাল স্টোরেজ কিছুটা জায়গা খালি রাখার ফলে অ্যাপগুলো খুব স্মুথভাবে রান করবে আর ফোনের স্পিড ও বৃদ্ধি পাবে।
অ্যাপ এর ক্যাশ ডিলিট করে দিন
গুগল ক্রোম, ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপস ফোনে প্রচুর পরিমাণ ক্যাশ (Cache) তৈরী করে৷ এসব ডেটাগুলো উক্ত অ্যাপ এর সেটিংসে গিয়ে ক্লিয়ার করুন। তবে অ্যাপের ডাটা (Data) ক্লিয়ার করার আগে আপনার দরকারি তথ্য গুলি রেখে নিবেন মেমরী কার্ডে বা রমে।এছাড়া এর ফলে আপনি লগ-আউটও হয়ে যাবেন তাই পাসওয়ার্ড ও মনে রাখবেন।
আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি কিভাবে আপনি ক্যাশ ডিলিট করবেন-
১. প্রথমেই আপনাকে যেতে হবে সেটিংস এ।
২. এর পরে আপনাকে যেতে হবে এপস এ
৩.এরপরে যাবেন সেই এপস এ যেটা থেকে আপনার ক্যাশ ডিলিট করতে হবে।
৪. এরপরে আপনি স্টোরেজে যাবেন
৫. এরপরে আপনি ক্যাশ ক্লিন করে নিবেন