ইন্টারভিউ বোর্ডের কিছু বেসিক প্রশ্ন ও উত্তর – পর্ব ০৪

 

গত তিন পর্বে আমরা মুলত ১১ টি পয়েন্ট পড়েছিলাম, আজ আমরা আরো কিছু পয়েন্টে আলোকপাত করছি।এই সিরিজটি নিয়ে চাকুরী প্রত্যাশীদের চাহিদা অনেক দেখেই আমি নিয়মিত লেখার চেষ্টা করে যাচ্ছি।
১২। আপনি কি টিম এ কাজ করতে সাছন্দ্য বোধ করেন?
সত্যি বলতে আমাদের শিক্ষা ব্যাবস্থায় যে জিনিসগুলি অন্তর্ভুক্ত নয়,বাস্তবে চাকুরী করতে সেই জিনিসগুলিই লাগে।টিম ওয়ার্ক এর মধ্যে একটি। আমি আমার সকল ল্যাব ক্লাসগুলি এভাবেই করি,যেন কয়েকটা গ্রুপ হয় এবং এই গ্রুপ ওয়াইজ তারা কাজ করতে পারে।
উত্তর যা দিবেন-
অবশ্যই, কোন সন্ধেহ নেই যে আপনি বলবেন- আপনি টিম এ কাজ করতে চান। এটাই একমাত্র উত্তর হতে হবে। শুধু তাই না, আপনি এ প্রসঙ্গে কিছু উদাহরণ দিতে ভুলবেন না।
আরও বলতে পারেন যে আপনি নিজের চেয়ে আপনার দলের মনোভাবকে ভালো গুরুত্ব দিয়ে থাকেন। তবে খুব বেশি বলতে যাবেন না যা সন্দেহ তৈরি করতে পারে। খেয়াল রাখবেন তারা যেন বুঝে এটা আপনার কাছে অত্যন্ত আবশ্যক এবং স্বাভাবিক বিষয়। মনে রাখবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
১৩। কতক্ষণ বা কতদিনের জন্য আপনি আমাদের সাথে কাজ করার চিন্তা করছেন?
এখানে সুনির্দিষ্ট করে কিছু না বলা ভালো। যেটা বলা যেতে পারেঃ আমি দীর্ঘমেয়াদে সময় দিতেই পছন্দ করি তবে আমি মনে করি তা নির্ভর করবে আমরা উভয় যতদিন মনেকরি আমি ভাল কাজ করছি ততদিন।কেননা এটা ডিপেন্ড করবে আমাদের টিম ওয়ার্কের উপরে।
১৪।কাজের প্রতি আপনার দর্শন বা ধারণা কি?
মনে রাখবেন স্বাক্ষাতকার তখনই দীর্ঘ হয়,যখন আপনাকে তারা পছন্দ করতে শুরু করে।তাই এই সকল ক্ষেত্রে আপনাকে নিয়ে কিছু গবেষণামূলক আলোচনা হবে।
আপনি কাজটি পেয়ে জোরালো মনোভাব পেয়েছেন? হ্যাঁবোধক উত্তরগুলি এখানে সবচেয়ে ভাল কাজ করে । সল্প ও ইতিবাচক উত্তর দিবেন কিন্ত তাতে প্রতিষ্ঠানের লাভ তুলে ধরতে হবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *