ইফেকটিভ ফেসবুক একাউন্ট- অফিস কলিগের সমন্বয় ও বন্ধু তালিকা

বিদায় জানানো কখনোই কোন আনন্দের বিষয় নয়,তবুও বিদায় আমাদের জানাতে হয়। জীবনের প্রয়োজনেই আমরা মুলত বিদায় জানায়।
বিদায় শব্দটা আমাদের জীবনের সাথেই জড়িয়ে আছে ওতপ্রোতভাবেই। এরপরেও এই শব্দের মুল প্রয়োগ মুলত আমাদের কর্মজীবনেই নিহিত।
ঠিক তেমনি, ফেসবুকে আমার বিচরন প্রায় এক যুগের, অথচ আমার বন্ধু তালিকাটা বেশ বর হতে পারেনি।এই ১২ বছরে আমার ফেসবুক বন্ধু তালিকায় যোগ হওয়া মানূষের সংখ্যাটা ১৯০০ এর মত।এই সংখ্যাটাও দিনে দিনে কমে যায়,কারন জন্মদিনের নোটিফিকেশন দেখে আমি ইনএকটিভ দের সরিয়ে ফেলি।
এছাড়াও মাসে অন্তত একবার আমি আইডি রিমুভের কাজ করি, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে।কিন্তু উত্তর ঐ যে- কর্মজীবনে সবাইকে আপনি আজীবন পাবেন না, বিদায় দিতেই হয়।
ফেসবুকই আমার একটা অফিস,আমার সাথে কানেক্টেড সকলেই আমার কলিগের মত।যে কলিগের দ্বারা কাজ হয়না তাকে বিদায় দিয়ে দিই,কিন্তু এর মানে এটা নয় যে আমি তাকে অপছন্দ করি।
ইফেক্টিভ অফিস কলিগ বানানোর একটা উপায় হলো- ইনএকটিভদের ছেঁটে ফেলা।ব্যাপারটা অপছন্দের হলেও আমি বাস্তববাদীদের তালিকায় নিজের নাম দেখেই শান্তি পেতে চাই।
আমি সব সময় ডাটবেজ ও সংখ্যাতত্ব মেনেই চলি, বলতে পারেন ফ্যাসিনেশন। তবে এই কাজ করতে পারলে নিজের ফেসবুক ওয়াল সাজানো সহজ হয় এবং এফ-কমার্স বিজনেসে ফলাফল ভালো হয়।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *