সেশন- ১.৭
ই-কমার্সের অসুবিধা সমুহ
যেকোন কাজের বেলাতেই সুবিধা যেমন আছে, তেমনই আছে অসুবিধা।আর ই-কমার্স সেক্টর টিও সেটির বাইরে নয়।এই সেক্টরে সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। অসুবিধা গুলি ম্যাক্সিমামই আমাদের নিজেদের অজ্ঞতার কারনে সৃষ্ট।
এই অবস্থা থেকে পরিত্রান পেতে গেলে কিংবা অসুবিধাকে অপটিমাইজ করতে গেলে আমাদের জানার কোন বিকল্প নেই।আমাদের সঠিক জ্ঞানলাভ করার চেষ্টাই কেবল আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে।
-
না জেনেই এই বিজনেসে নেমে পড়া লোকের সংখ্যা বেশি বলেই মুলত দক্ষ মানূষের অভাব দেখা যায় এখানে।
-
উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যয়বহুল বিধায় আমরা অনেকেই এখানে জোড়াতালি দিয়ে কাজ করি,যা মুলত একজন রুচিশীল ক্রেতাকে এই সেক্টর থেকে দুরেই নিয়ে যায়।বাজার নষ্ট হয়।
-
মাত্রাতিরিক্ত অর্ডার সরবারাহের সমস্যা ফলে সময়মতো পণ্য পাওয়া যায় না। যার জন্য অনেক সময় পণ্য ডেলিভারি দিতে লেট হয়।
-
ডেলিভারি স্থানের দুরুত্বের উপরে ডিপেন্ড করে মুলত ডেলিভারি চার্জ নির্ধারিত হয় বিধায় এমন ক্ষেত্রে ডেলিভারি খরচ বেশি হয়।
-
লেনদেনের নিরাপত্তা পাওয়া কঠিন কেননা এখানে ফ্রডের সংখ্যাও অনেক বেশি,যারা প্রতিনিয়ত মানুষ ঠকাতে পটু।
-
উদ্যোক্তাকে যথেষ্ট পরিমানে প্রযুক্তিসম্পন্ন জ্ঞান রাখতে হবে কিন্তু এইক্ষেত্রে আমরা পিছয়ে বলেই, হয় সকল কার্যক্রম থমকে যায় এবং আমাদেরকে থমকে দেয়। কেননা, ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত হয় এই বিজনেস।