ই-কমার্স ক্লাব (পর্ব-০১)
এখনকার সবচেয়ে বড় ট্রেন্ড হতে চলেছে, ই-কমার্স ক্লাব। এছাড়া আমাদেরকে এই বিষয় নিয়ে লেখার জন্য Razib Ahmed এর নির্দেশে পপি আপু আমাদের জন্য টপিক সিলেক্ট করেছেন (ফ্লেক্সিবল),আজ আমি সেই টপিকের আলোকেই লেখার চেষ্টা করবো।
কলেজ লাইফে অনেক রকম ক্লাব দেখেছি-
-
ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
-
ডিবেট ক্লাব
-
বাংলা ডিবেট ক্লাব
-
বিজ্ঞান ক্লাব
-
রোবটিক্স ক্লাব
-
আইটি ক্লাব
কিন্তু এখন আমরা খুব দ্রুতই হয়তো পরিচিত হতে চলেছি ই-কমার্স ক্লাব নামক ক্লাবের সাথে।এই সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে,যেখানে আমি মুলত ই-কমার্স নিয়ে লিখেছিলাম।
ই-কমার্স বলতে আমরা যা বুঝি সেটা হলো, ইলেকট্রনিক কমার্স-অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পন্য কেনাবেচা করা হয়।
এই জিনিসটাকে আমি ঠিক আমার লেখা বইতে উপস্থাপন করেছিলাম এভাবে– “ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবার মার্কেটিং, ক্রয়-বিক্রয়, গ্রহণ-বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে ই-কমার্স।”
অর্থাৎ শুধুমাত্র ই-কমার্স মানে যে পন্য কেনাবেচা আর ছাড় দেবার বিজনেস না,সেটা আগে বুঝে নিই আমরা।
ই-কমার্স ক্লাব কি?
মুলত এই ক্লাব বলতে আমার কনসেপ্ট হলো- ই-কমার্স ক্লাব হলো এমন একটি ক্লাব যেখানে আমরা ই-কমার্সের বিভিন্ন শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং গবেষনার মাধ্যমে ই-কমার্স সেক্টরের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন টার্ম সৃষ্টির একটি চর্চা তৈরি করবো।
যেসকল ছাত্র-ছাত্রীরা নিজেদেরকে ক্রিয়েটিভ বলে চিন্তা করে এবং লেখাপড়া করে শুধুই চাকুরী নিয়ে প্ল্যান না করে,তাদের জন্য একটা ভালো মাধ্যম হতে পারে ই-কমার্স ক্লাব।
ই-কমার্স ক্লাবের প্রয়োজনীয়তা কি?
ই-কমার্স ক্লাব কিভাবে কাজে আসবে কিংবা এটার প্রয়োজনীয়তা বুঝতে গেলে আমি অন্তত একটা পোষ্টের মাধ্যমে বোঝাতে পারবোনা।তাই আজ আমি এর প্রয়োজনীয়তার কিছু সেক্টর উল্লেখ করে দিতে চাই।
-
কোয়ালিটি বেইজ ছাত্র-ছাত্রী তৈরিতে
-
বেকারত্ব দুরীকরণে
-
আর্থ-সামাজিক প্রেক্ষাপটে
-
যেকোন লেভেলের ছাত্র-ছাত্রীর জন্য আইটি নলেজ বৃদ্ধিতে
-
যেকোন লেভেলের ছাত্র-ছাত্রীর জন্য বিজনেস স্ট্যাডিজ স্কিল বৃদ্ধিতে
-
পার্সোনাল ব্রান্ডিং সৃষ্টি ও এর গুরুত্ব অনুধাবনে
-
টিম ওয়ার্ক স্কিল বৃদ্ধিতে
-
ই-কমার্স ইন্ডাষ্ট্রীর সামগ্রিক উন্নয়নে