অনলাইন বিজনেসে সবার আগে নিজেকে আইটির জ্ঞান দিয়ে আলোকিত করার চেষ্টা করতে হবে।এরপরে আপনাকে অন্য দিকে আগাতে হবে।
কেননা মুল বিজনেস তো- ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, মোবাইল ও ল্যাপটপ দিয়েই পরিচালনা করতে হবে।
অনেকেই আছেন-যারা পন্য সম্পর্কে ভালো জানেন, ভালো কাজ করেন।হাতের কাজ কিংবা ডিজাইন বা হ্যান্ড পেইন্ট ভালো পারেন কিন্তু অনলাইনে নাম করতে পারেননি বা অনলাইনে নিজেকে মেলে ধরতে পারেননি।
এর কারন হলো- টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান না থাকা।
অথচ আমাদেরকে কেউ এইগুলি পড়তে বলেনা, এই কাজ শিখতেও বলেনা।