ফেসবুকে পেজ ওপেন করার আগে, ডোমেইন নাম ঠিক করুন,ডোমেইন না পেলে সেই নাম ঠিক করা আর না করা সমান কথা।
এই ভুল আপনাদের প্রায় সবাই করেছেন। পেজ কিন্তু আপনার না, তা ফেসবুকের সম্পত্তি। কিন্তু এইটা আমরা,মানতে নারাজ,অন্যদিকে ডোমেইনের মালিকানা আপনার/আমার এইটাও আমরা মানতে চাইনা।
একটি ডোমেইন কিনতে এক-দুই হাজার টাকার বেশি লাগে না। তাই আপনার ব্যবসার নাম কখনোই পেইজের নামে হবে না। হবে ডোমেইনের নামে।
যারা চিন্তা করেন এবং বলেন যে আমার পেইজকে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি, তাদেরকে বিজনেসের ভাষায় বড় ধরনের রাম ছাগল ই বলা চলে।
কারন- কখনোই কোন ফেসবুক পেজ ব্র্যান্ড হতে পারে না কারন ফেইসবুক আগামীকাল বন্ধ হয়ে গেলে আপনার পেইজটাও সাথে সাথে নাই হয়ে যাবে।
ফেসবুক চাইলেই আপনার পেইজ ডিলিট করে দিতে পারে এবং এজন্য কোন কারন দেখাতে হবে না।তাই আগে ডোমেইন কিনুন এবং যত দ্রুত সম্ভব ওয়েবসাইট করুন।