ফেসবুক পেজের রিচ কমাতে আমরা যে ভুল করি নিজেরাই
যেহেতু মাসে প্রায় ২০০-৭০০ এর মত পেজের সাথে আমি সরাসরি কাজ করি তাই একটা মারাত্বক ভুল চোখে আসে,আমি এটা নিয়ে আগেও লিখেছি তবে অনেকেই নতুন বিধায় আমি আজকে আবার জানাচ্ছি-
যে ফেসবুক পেজের এডমিন যদি, পেজের নামেই পেজের কোন পোষ্টে লাইক বা কোন রিয়াক্ট দেন তাহলে পেজের রিচ এমনিতেই কমে যায়।
তাই নিজের আইডি থেকে পেজের পোষ্টে লাইক করুন বা রিয়াক্ট দিন কিন্তু কখনোই পেজের নামে দিবেন না।
ধরুন, Sultana Jannat Shikha আপু যখন পেজে গিয়ে কোন পোষ্ট করেন, তখন তাকে একটা নোটিফিকেশন দেখানো হয়- You are interacting as পূর্ণতা শিল্পশালা, যেটা দিয়ে বোঝানো হচ্ছে এখন উনি যা করবেন সেটা পূর্ণতা শিল্পশালা নামে পাবলিশ হবে।
আপু পোষ্ট করা শেষে নিজেই এসে একটা রিয়াক্ট দিলেন, এতে করে তিনি তার পেজের রিচ নিজেই কমালেন।