বিক্রয় বৃদ্ধির কৌশল-০৪
মূল্য নির্ধারনে স্মার্ট হউনঃ
প্রতিটি পণ্য, বিক্রয়ের জন্য মূল্য একটি গুরুত্বপূর্ন বিষয়। মূল্যের উপর নির্ভর করে পণ্য বিক্রয় বৃদ্ধি পায় আবার হ্রাসও পায়।
অনেকে মনে করে পণ্যের মূল্য কমিয়ে দিলে বিক্রয় বৃদ্ধি পাবে, এটা ঠিক নয়। অনেক পণ্যের মূল্য বেশি থাকার পরও তাদের বিক্রয় কিন্ত অনেক বেশি হয়। এখানে কোয়ালিটি অনেক বড় প্রভাব ফেলে।
একটা বিষয় এসে যায় যে, অনেকে উচ্চ মূল্য দেখেই চলে যান বা হ্রাস মূল্য দেখে নিজেই ভেবে নেন যে পণ্য এর কোয়ালিটি হয়ত ভালো না।
ধরে নিই। হয়ত পণ্য এর কোয়ালিটি অনেক ভালো হওয়ায় আপনি যে মূল্য নির্ধারন করেছেন সেটি হয়তো অনেকের কাছে বেশি।
আবার একই পন্য বেশি সেল করার আশায় আপনি হয়তো পন্যের মূল্য কমিয়ে দিয়েছেন।
এমন অবস্থায় আপনি একটু শেয়ার করবেন তাদের সাথে,
কেনো উচ্চ মূল্য বা কেনো হ্রাস মূল্য, আশা করি ক্রেতা বিষয়টি বুঝবেন এবং আপনাকে প্রাধান্য দিবেন।
যেমন ডলার রেট বেড়ে যাবার পরে আমাদের ফেসবুক পেজ বুষ্টিং ও ডোমেইন-হোষ্টিং চার্জ বেড়েছে,এটা আমি আমার সকল গ্রাহককে বলেছি।