বিক্রয় বৃদ্ধির কৌশল-০৫
৩টি ম্যাজিক পদক্ষেপ গ্রহন করুন-১ম পর্ব
ম্যাজিক!
ছোট বেলা থেকেই এই শব্দের সাথে আমাদের ভীষণ একটা মুগ্ধতা আছে। চলুন আজ দেখি কি এই ম্যাজিক।
প্রতিটি মার্কেটারের সফলতার পিছনে ৩টি ম্যাজিক পদক্ষেপ থাকতেই হয়, তা হল
জিজ্ঞাসা করুন,
শুনুন এবং
পদক্ষেপ গ্রহন করুন
কি প্রয়োজন?- ১ম ম্যাজিক
জিজ্ঞাসা করুন, আপনি যদি আপনার ব্যবসায়ে এই ৩টি পদক্ষেপ এর প্রয়োগ না করেন তাহলে আপনার সেল বৃদ্ধি পাবে না। তাই প্রথমে জিজ্ঞাসা করুন আপনার গ্রাহক বা কাস্টমারকে তার কি প্রয়োজন?