“ই-কমার্স” শব্দটি শুনলেই এখন আমাদের অনেকের মনে হয় একদল মানুষ পণ্য কেনার জন্য কোম্পানিতে টাকা জমা দিচ্ছে; আর সেই কোম্পানি পণ্য তো দিচ্ছেই না, টাকাও ফেরত দিচ্ছে না। কিছুদিন পরে সেই কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে, বিচার হলেও নাহয় সর্বোচ্চ জেল হলো,কিন্তু যাদের ক্ষতি হয়ে গেলো তাদের আর কোন সুরাহা হলোনা।
কিছু প্রতিষ্ঠানের প্রতারণামূলক কার্যক্রমের কারণে সাধারণ মানুষের কাছে ‘ই-কমার্স’ নামটাই এখন সন্দেহজনক এক শব্দের নাম।
অথচ ই-কমার্সের জন্মই জীবনকে সহজ করার জন্য। অনলাইনের এই যুগে মানুষের ক্রয় আচরণ পাল্টে যাচ্ছে, যেটা ভবিষ্যতেও পালটে যাবে আরো। ভিড় ঠেলে অনেকেই বাজারে যেতে চান না,আমি নিজেও এই দলের লোক। উন্নত দেশগুলোতে এই প্রবণতা বহু আগেই শুরু হয়েছে। বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছিল ই-কমার্স।
বিপত্তি বাঁধল কোথায়?
উত্তর, আপনার মত করে লিখুন।