সেশন- ১.৮
ব্লগ ও নিবন্ধের বিভাগ (Unified blogs & article sections)
আজকাল অনলাইন গ্রাহকেরা যথেষ্ট সচেতন হয়ে উঠেছে।
আর, এখন তারা শুধুমাত্র বুদ্ধিমানভাবে জিনিসপত্র কিনে থাকে।
আর, ঠিক এই কারণেই, গ্রাহকদের অনলাইন ব্যবসার দিকে আকর্ষিত করার জন্যে, ইকমার্স প্ল্যাটফর্মগুলো নানান ধরণের ব্লগ ও নিবন্ধ বিভাগগুলোকে একত্রিত করে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে।
যাতে, যত মানুষ আর্টিকেল ও ব্লগ পড়বে ততই তাদের ই-ব্যবসার ইমেজ উন্নত হবে।
এই ধরণের ব্লগ ও আর্টিকেলগুলোতে ব্যবসায়ীরা তাদের পণ্যের বিষয়ে লেখা দিতে পারেন বা সেই পণ্য-সম্পর্কিত নানান ধরণের তথ্যও সম্ভাব্য ক্রেতার সামনে তুলে ধরতে পারেন।
যাতে, তাদের ইকমার্স ওয়েবসাইটে ট্রাফিক বা দর্শকের পরিমাণ বাড়তে থাকে।
এইজন্য আমি একটি ব্লগ সাইট করেছি যেখানে আমার লেখা সবই পাওয়া যাবে। www.ictcreation.com
, এখানে সকল লেখা পাবেন।সার্চ করেও পড়া যাবে।
আপনারাও আপনাদের ওয়েবসাইট তৈরি করার সময় একটি ব্লগ মেনু রাখুন,সেখানে আপনার পন্য সম্পর্কিত লেখাগুলি রাখুন,এতে গ্রাহক পড়ে ও জেনে পন্য কিনতে পারবে।