ই-কমার্স সেক্টরের মেজর ইস্যু বা জনপ্রিয়তার কারন

সেশন- ১.৭
চেকআউট করা সহজ (Easy checkout)
ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতে ইন্টারনেট সংযোগ, বিশ্বের যেকোনো সময় ও স্থান থেকে এগুলোকে অ্যাক্সেস করা সহজ করে তুলেছে।
বিশ্বের প্রায় বেশির ভাগ মানুষ তাদের খালি সময়ের কম-বেশি ৮০% ভাগ সময়, শুধুমাত্র কিছু না কিছু প্রোডাক্ট খোঁজার জন্য নানান ওয়েবসাইট গুলো ব্রাউজ করতে ব্যয় করে থাকে।
এই ধরণের ইন্টারনেট ব্যবহারকারীদের সম্ভাব্য ক্রেতাতে রূপান্তরিত করতে ইকমার্স প্ল্যাটফর্মগুলো খুব সহজেই ব্যবহার করা যায়।
আর, এই ধরণের ওয়েবসাইটের চেক আউট পোর্টাল ব্যবহার করাও যথেষ্ট সহজ হয়ে থাকে। চেক আউট পদ্ধতি সহজ না হলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতারা প্রোডাক্ট কেনার আগ্রহ হারিয়ে ফেলে।
তাই, ব্যবসা টিকিয়ে রাখার জন্যে, এই ওয়েবসাইট গুলো একাধিক অর্থপ্রদানের বিকল্প রেখে থাকে।
যেমন – ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপ্যাল, ক্যাশ অন ডেলিভারির ও আরও অন্যান্য ব্যবস্থা। যাতে, গ্রাহকের কাছে চেকআউটের ব্যাপারটি সবদিক থেকে সুবিধাজনক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *