ই-কমার্স সেক্টরের মেজর ইস্যু বা জনপ্রিয়তার কারন

সেশন- ১.২
সর্বব্যাপীতা (Ubiquity)
একটা ফিজিক্যাল বা অফলাইন স্টোর বেশিরভাগ সময়েই তার এলাকার আশেপাশে কিংবা খুব বেশি হলে জাতীয় স্তরে তার পণ্য বিক্রি করতে পারে।
অন্যদিকে, ই-কমার্সের ক্ষেত্রে সারা পৃথিবীর প্রতিটি কোণেই সেই ব্যবসার সম্ভাব্য ক্রেতা থাকা সম্ভব।এছাড়া, অনলাইন মাধ্যমে উপস্থিত থাকার ফলে, এই ধরণের ব্যবসার প্রসার বিশ্বব্যাপী।
যেহেতু, ই-কমার্সের কোনো দেশ-কাল-সীমানার গন্ডি নেই তাই, এই ব্যবসাতে বিশ্বের যেকোনো কোণ থেকে গ্রাহকেরা জিনিস কিনতে সক্ষম।
গ্রাহকদের দৃষ্টিকোণ থেকে ই-কমার্সের সর্বব্যাপীতা অর্থ লেনদেনের খরচ কমায়।
আর, বাজারে পৌঁছনো, পণ্য কেনা ও অর্থ লেনদেন করার জন্য যে পরিমাণ সময় ও মূলধন ক্রেতাদের ব্যয় করতে হয়, তার থেকে অনেক কম অর্থ ও সময়ের মধ্যেই তারা অনলাইন শপিং থেকে পণ্য সংগ্রহ করে নিতে পারে।
মুলত এই সুবিধা বা বৈশিষ্ট্যকেই সকলে এগিয়ে রাখে, ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *