আজও অনেক চাপ সামলিয়ে এলাম কিছু গুরত্বপূর্ন বিষয় টাচ করবো বলে।আজকের পোষ্টে আমি ছোট করে লিখবো।
আপনারা কমেন্ট করবে ঐ এই টপিকে আপনি কি বুঝলেন সেটা নিয়ে।
চলুন জেনে নিই কি কি পড়ছে উচিত আর অনুচিতে-
সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলতে শিখতে হবে-
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলতে পারি না।
স্ট্রিক হয়ে কথা বলতে পারি না।
এটা না করতে শিখলে শুধুই ঠকবেন।
কপি কে না বলি-
আমাদের অনলাইনে ব্যাবসার জন্য অনেক কন্টেন্ট লিখতে হয়, আর অনেকেই কন্টেন্ট কে হাইলাইট বা ভাইরাল করার জন্য অন্যের লেখা কপি করে চালায়।
এটা মারাত্বক ভাবে অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ।
লেখা কপি করতেই পারেন তবে নিচে ক্রেডিট দিয়ে দিবেন কিংবা কালেক্টেড লিখুন।
কারো অন্যায় দেখলে প্রতিবাদ করুন-
কেউ অন্যায় করছে জেনে তাকে বাহবা না দিয়ে বরং প্রতিবাদ করুন।
আজ হয়তো আপনি একা কিন্তু আপনাকে দেখে এগিয়ে আসার মত লোক ও থাকবে।
তাই নিজের জায়গা থেকে প্রতিহত করুন।
নিজের ছোট ছোট অর্জন কে গুরুত্ব দিন-
নিজের ছোট ছোট অর্জন কে গুরুত্ব দিন, প্রয়োজনে ছোট ছোট উপহার দিন নিজেকে।
এতে করে কাজের গতি বৃদ্ধি পাবে।
কমিটমেন্ট রক্ষা করতে শিখুন-
কাউকে কমিটমেন্ট করলে সেটা রাখতে শিখুন।
মুখের কথার মূল্য দিতে শিখুন।
নইলে দেখবেন আস্তে আস্তে আপনাকে আর কেউ বিশ্বাস করছে না।