উদ্যক্তাদের ছুটি নিয়ে আমার কিছু নিজস্ব মতামত আছে।আমি এমন অনেককেই দেখি যাদের সব মাসেই ছুটি লাগে ৫-৭ দিনের।অথচ গত ১০ বছরে কোন ঈদের দিনেও কাজ বিহীন সময় কাটাতে পারিনি।
বিজনেস যেহেতু অনলাইনে,তাই এখানে ছুটির প্রশ্ন আসবে কেন?এইযে ডিসেম্বর মাস,আপনারা যেভাবে ছুটি কাটাচ্ছেন সেটা একটু ভেবে দেখুন তো।অনেকের বিজনেস গ্রো করেনা শুধুমাত্র এই ছুটি / গ্যাপ দেবার কারনে।
আমি একটা কথা প্রায়ই বলি- এদেশের নারী উদ্যোক্তাদস্র মধ্যে ৯০% ই হলেন শখের উদ্যোক্তা।যারা মুখে আর ফেসবুকে, অধ্যাবসায়,ধৈর্য্য, নিয়মানুবর্তিতা, লেগে থাকার মানসিকতা নিয়ে লিখতে ব্যাস্ত কিন্তু নিজেদের জীবনে সেটার প্রয়োগ করতে চাইনা।
যখন আপনার বিজনেস টা মাত্র গ্রো করছে তখনই আপনি ছুটি নিচ্ছেন,এই ফ্লো টা বন্ধ হয়ে গেলে আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে জানেন তো?
আমি আমার ছাত্র-ছাত্রীদের বলতাম,আপনারা শুরু করে কখনোই থেমে যাবেন না।থেমে গেলেই রিদম নষ্ট হয় আর হারিয়ে যায় সকল সংকল্প।
উদ্যোক্তা বলেন আর ব্যবসা বলেন-ছুটিটা কোথায় পেলেন? এখন তো ঘোরার সময় ভাইয়া,বাচ্চার স্কুল বন্ধ।অন্য সময়ে বলেন- বাচ্চার স্কুলের চাপ,বাচ্চার এক্সাম ইত্যাদি।অজুহাত দিয়েই যাবেন সারাজীবন।
গত কোরবানির ঈদের সময়ে কয়েকজনকে বলেছিলাম- কাজ বন্ধ করবেন না,এখন সবাই ছুটি কাটাবে আর এই সময়ে মার্কেটিং কস্ট বা বাজেট কম নিয়েও দাঁড়িয়ে যাওয়া সম্ভব।