উদ্যোক্তাদের নিয়ে চারিদিকে কেন এত বিজনেস

গতকাল আমি এই বিষয়ে একটা প্রশ্ন করার পর থেকে, আপনারা অনেকেই উত্তর করেছেন কমেন্টে, কেউ কেউ করেছেন পোষ্ট আর কেউ কেউ কয়েকধাপ এগিয়ে গিয়ে সব কথা লিখেছেন ইনবক্সে।
ইনবক্সের লেখাগুলিতে অনেক ক্ষোভ দেখালেন যারা, তারা একসময় এই ব্যবসার প্রোডাক্ট হিসাবেই ছিলো।আবার অনেকে আমাকে সাবধান করলেন, আমি যেন এই বিষয়ে না লিখি।আমি ভেবেছিলাম আমি আজকের অনলাইন ক্লাসে আলোচনা করবো, কিন্তু পরে মাথায় এলো- এটার প্রশ্নটা পাবলিক, তাই উত্তর হোক পাবলিক।
বর্তমান সময়ে, বাংলাদেশে সবচেয়ে বেশি যে পদে মানুষ কাজ করে সেই পদের নাম হলো- Founder & CEO এবং উদ্যোক্তা
এমনই একজন উদ্যোক্তা নুসরাত জাহান, আমার ব্যাচমেট বন্ধু, এটাও ওর একটা পরিচয়।সারাদিনে ওর অনেক প্রশ্ন থাকে উদ্যোগকে নিয়ে।ও অনেকদিন কাজ করছে কিন্তু খুব লক্ষ্য করে দেখলাম- ওর প্রশ্নগুলি খুব বেসিক টাইপের, যেগুলি মুলত কেউ ফেসবুক ওপেন করার সময়েই জানার কথা।কিন্তু মজার ব্যাপার হলো- ও, এতদিনে উদ্যোগ চালিয়েছে, একটা জেলা (মাদারীপুর) এর উদ্যোক্তাদের দ্বায়িত্ব সামলেছে কিন্তু এই বেসিক গুলি জানেনা।
এইবার আসি, আমাদের অনেক পরিচিত Abida Khan Shompa আপুর কথাতে,আমার জিবনে দেখা অন্যতম জ্ঞানী, ধীরস্থির এবং পজিটিভ চিন্তার মানুষ উনি। তবে ওনার মাঝেও অনেক ছেলেমানুষী প্রশ্ন ঘুরে বেড়াতে দেখি, যা আমার কাছে আসে প্রশ্ন হয়ে।আমাকে সম্মান করেন অনেক, বিশ্বাস করেন আবার প্রয়োজনে শাসন করেন (বড় তো, করতেই পারেন) আবার আমাকে অনেক ভয় ও পান,কোন বিষয়ে প্রশ্ন করা নিয়ে,যদিও আমি প্রশ্ন করাতে কখনো বিরক্ত হইনা বা রাগান্বিত হইনা।
সবার কাছ থেকে আমি যেসকল প্রশ্নগুলি পেয়ে থাকি, সেগুলি অনেকটা এই রকম-
  • ফেসবুক পেজ আপডেট হয়ে কেমন যেন প্রোফাইলের মত লাগছে, পোষ্ট করতে পারছিনা। কিভাবে করবো?
  • আপনি যে লিংক দিলেন, সেখানে গেলে আমি আমার আইডি কেন দেখিনা?
  • আপনার দেয়া লিংকের ভিডিও অনেক উপকারী, কিন্তু আমি সাবস্ক্রাইব করতে পারছিনা, অন্য সময় ইউটিউবে ভিডিও দেখি তখন তো এমন হয়না।
  • গুগল ড্রাইভ থেকে আমি কেন আমার কাজগুলি ডাউনলোড করতে পারিনা
  • আমি পেজ থেকে কাউকে ইনভাইট কেন করতে পারিনা?
  • আমার লোগো বানানো আছে কিন্তু আমি লোগো বসাতে পারিনা।
  • ডোমেইন কি কাজে লাগে, কেন কিনবো?
  • এমন একটা ওয়েবসাইট বানাতে কত টাকা লাগবে?
  • আমার আইডিতে এই ম্যাসেজ টা এলো, আমাকে কেন রেস্ট্রিক্টেড করলো?
  • আমার পেজে ভাইয়া বুষ্ট করা যায়না, রেস্ট্রিক্টেড করেছে, আমিতো ওমুকের আছে কাজ করাতাম,এটা ওনার ফল্ট তাইনা?
  • ভাইয়া, ওমুকের অনেক সেল হয় আপনার কাছে কাজ করে, আপনার সাথে আমিও কাজ করতে চাই।
  • ভাইয়া এই লিংকে ক্লিক করেছি, এখন আমার আইডি কি হ্যাক হয়ে গেলো?
  • ভাইয়া, আমার মোবাইল খুব স্লো, কিভাবে কি করবো?
  • আমার মোবাইল টা দুইদিন পর পর স্লো হয়ে যায়, কিভাবে কাজ করা যাবে?
  • ভাইয়া, মোবাইলের সমস্যার জন্য ছবি সুন্দর হয়না,তাই লেট করি।
  • ভাইয়া, আমাকে পেজে কিভাবে এডমিন বানালেন? আমিতো কাউকে এডমিন বানাতে পারছিনা।
  • ভাইয়া, এড দিলে কোথায় দেখা যায়?
  • ভাইয়া আমার পেজে এই লেখাটা কেন এলো? এটার অর্থ কি?
প্রশ্নের ধরন আরও বিভিন্ন রকমের আছে, এভাবে লিখলে সারাদিন লাগবে কিন্তু শেষ হবেনা।
প্রশ্নগুলিতে যে উত্তর আসবে,সেগুলির উপরে আমার আর্টিকেল আছে, আমার অনেক ভিডিও আছে,স্পেসিফিক সব গুলি পয়েন্টের ভিডিও আছে আমার ইউতিউব চ্যানেলে।তবুও কেন প্রশ্ন আমার কাছে আসে?
  • উদ্যোক্তারা মুখে এবং কন্টেন্টে লেখাপড়া নিয়ে বড় বড় কথা বললেও বাস্তবে পড়ালেখা করেনা।
  • ভিডিও দেখে শেখার মত মানসিকতা নেই।
  • অনেকেই আছে চেষ্টা করে কিন্তু আইটি ট্রাকের না তাই সব বুঝে ওঠেনা।
  • অনেকেই আছেন, সংসার সামলে সেভাবে সময় দিয়ে লেখাপড়া করতে পারেন না।
  • অনেকেই আছেন, চেষ্টা অনেক করেন কিন্তু আইটি এমন একটা সাবজেক্ট, যেখানে প্রতিদিন এবং প্রতিনিয়ত সব চেঞ্জ হয়,তাই তারা পেরে ওঠেন না।
এই হলো,সামগ্রীক প্রেক্ষাপট। আর তাই উদ্যোক্তাদের নিয়ে চারিদিকে অনেক ট্রেনিং হয়,যেটাকে আমরা উদ্যোক্তাদের নিয়ে ব্যাবসা বলে থাকি। তাহলে কি আমরা এইটাকে ব্যাবসা বলে ভুল করছি?
হ্যাঁ ভুল করছি আবার না ভুল করছিনা।
একইসাথে দুইটাই কিভাবে সঠিক হয়?
উদ্যোক্তাদের অনেকের বলতে ৯৮% এর ই আইটির জ্ঞান কম আছে,এটা যেমন সত্য ঠিক তেমনই যারা উদ্যোক্তাদের এইগুলি শেখানোর নামে বিভিন্ন ক্লাস ও কোর্স আয়জন করছে, সেটিও খুব বেশি উদ্যোক্তা বান্ধব নয়,এটাও সত্য।
আবার অনেক প্রতিষ্ঠান আছে কিংবা সংগঠন বা গ্রুপ আছে,যারা আদতে শেখাতে পারছেনা কিছুই, ফলে উদ্যোক্তারা ঠকছে এবং সেটা মারাত্বকভাবে ঠকছে। এই ঠকার পরিমাণ এতটাই যে- উদ্যোক্তারা একেবারে নিজের সকল পুঁজি এসব করে নষ্ট করে, নিঃস্ব হয়ে হাত-পা গুটিয়ে বাড়িতে প্রতিদিন কথা শুনে শুনে দিন কাটাচ্ছে এবং ভাবছে “সংসার আসলে নরকের ন্যায় কিংবা আমার পরিবার আমাকে সাপোর্ট করেনা”।
আমরা যারা কাজ শুরু করেছি,তাদের শেখার বা লার্নিং রোডম্যাপ আসলে কেমন হওয়া উচিত ছিলো? একটু যদি চোখ বুলিয়ে নিই তাহলে দেখি-
  • কিভাবে একটা ফেসবুক আইডিকে সুরক্ষিত রাখতে হয়?
  • কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয়।
  • নাম সিলেকশন কিভাবে করা উচিত?
  • ডোমেইন কেন কেনা উচিত?
  • ই-কমার্স আর এফ-কমার্সের বিস্তারিত।
  • লোগো কেন লাগবে? এটা কিভাবে ডিজাইন করা উচিত?
  • প্রফেশনালি বিজনেস করতে দরকারি কাগজগুলি কি কি? সেগুলি কখন কোথায় ও কিভাবে করতে হবে?
  • বিজনেসে আপনার প্রোডাক্ট সিলেকশন প্রসেস কি ঠিক আছে?
  • আপনার প্রোডাক্টের টার্গেট ক্লায়েন্ট কারা? তাদের কাছে পৌছাবেন কিভাবে?
  • আপনার পন্যের কম্পিটিটর এনালাইসিস করবেন কিভাবে?
  • ক্লায়েন্ট ডাটাবেজ কিভাবে বানাবেন ও মেইনটেইন করবেন?
  • পেজ কিভাবে চালাবেন?
  • কিভাবে সুন্দর করে ছবি ত্যুলবেন?
  • কিভাবে ভিডিও বানাবেন?
  • কিভাবে পডকাস্ট করবেন?
  • লাইভ কিভাবে করবেন?
  • কন্টেন্ট কিভাবে গুরুত্ব রাখে? সুন্দর ও ইউনিক কন্টেন্ট কিভাবে লিখবেন।
  • ফেসবুকে বিজ্ঞাপন কিভাবে দিতে হয়? কাদের দ্বারা দিতে হবে?
  • ফেসবুকের বিজনেসের নামে ইউটিউব চ্যানেল কিভাবে করবেন?
  • একটা ফেসবুক গ্রুপ কিভাবে করবেন ও সেটাতে পেজকে কিভাবে ফলো আপ করবেন?
  • বিজনেসে কখন ওয়েবসাইট বানানো দরকার?
  • ওয়েবসাইট আসলে কি কাজে লাগবে? কত টাকা লাগবে?আমার কাজের জন্য কি ধরনের ওয়েবসাইট লাগবে?
  • মানি ম্যানেজমেন্ট টেকনিক
  • প্রোডাক্ট প্রাইসিং টেকনিক
  • প্রোডাক্ট সেলিং
  • নিয়মিত সেল কিভাবে জেনারেট হবে
  • কাস্টোমার কেয়ার
  • কিভাবে বিজনেস বড় করবেন
  • বিজনেসের ব্রান্ডিং
  • একটা বড় বা রানিং বিজনেস কে কিভাবে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়
আমার কাছে মনে হয়েছে এইভাবে আমাদের ট্রেনিং করা উচিত ছিলো কিংবা সাজানো উচিত ছিলো। @everyone মতামত দিবেন এবং ভালো লাগলে কন্টেন্ট টা শেয়ার করবেন যেন অনেকের উপকার হয়।
অথচ, আপনি যদি উদ্যোক্তাদের কাছে প্রশ্ন করেন তাহলে দেখবেন ৯০% মানুষ এই উত্তর করবে যে, তারা এখানের ৯০% ই জানেনা অথচ তাদের সময় কেটেছে ক্লাস, ট্রেনিং আর সার্টিফিকেটের ছবি পোষ্ট করতে করতে।
সেই সার্টিফিকেট দিয়ে কি হবে? যেখানে আমার শিক্ষাটা সঠিক নেই,আমার জ্ঞান আমার উদ্যোগের কাজেই লাগেনা।
শোনেন, দুই-চারদিন সেল হয়ে গেলে আর কয়েকটা ছবি ও সেলফি তুলে দুইদিন ভি আই পি কোন জায়গায় টাকার বিনিময়ে যেয়ে সফলতা প্রমান হয়না।
সফলতা তো সেটাই, যখন আপনার কাজকে সমর্থন না করা মানুষটাও একটা সময়ে আপনার মত হতে চাইবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *