উদ্যোক্তাদের প্রমোশনাল ভিডিও নিয়ে প্ল্যান টাতে একটু চেঞ্জ করেছি।প্রথমে আমরা চেয়েছিলাম হোম ডেকর প্রোডাক্ট নিয়ে একটা প্রমো করে দিব কিন্তু এক পোস্টের পরে,আপনাদের এত সাড়া ইনবক্সে পেলাম যে আমি প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হলাম।
এখনকার প্ল্যান হলো- আমরা একদিনের শুটে, একটা পরিবারের যে যে প্রোডাক্টগুলি নিত্য ব্যবহারে দরকার হয়,সেগুলি নিয়েই শুট করে দিব।
অর্থাৎ, ঘুম থেকে ওঠার সময়েই লাগে বেডশিট, কাঁথা, বালিশের কভার ও নিচে নেমেই দরকার হবে শতরঞ্জি আর এরপরে একজন নারীর লাগে ন্যাচারাল সাবান, শ্যাম্পু থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট।
সকালের নাস্তা থেকে সোফা সেটে কুশন কভার হয়ে অফিসে যাবার জন্য শাড়ি এবং সেখান থেকে ব্যাক করে বাসার বাইরে আউটিং এ থ্রি-পিস আর বাসায় এসে কো-অর্ডস সেট সবটাই লাগে।
এইফাঁকে তাদের দরকার পড়ে, সকালের নাস্তায় রুটি পরোটা ও লাঞ্চে খাবার আর বাসায় ফিরে ঠিক সন্ধ্যায় দরকার হয় স্ন্যাকস (ফ্রোজেন)।
তাই আমরা ঠিক এই প্রোডাক্টগুলির কিছু ফুটেজ সহ একটাই প্রোমো বানিয়ে দিতে চাইছি।যারা আগ্রহী আছেন তারা ইনবক্স করতে পারেন,সেখান থেকে এক জনের করে প্রোডাক্ট নিয়ে শুট টা করে দিব।
সবার রেসপন্স এটাই প্রমাণ করে যে আমাদের সকল উদ্যোক্তারা না হলেও ম্যাক্সিমামই ভীতু।কারন ওনারা জানেন যে,তার প্রফেশনাল শুট দরকার কিন্তু সেজন্য টাকা ব্যয় করতে চান না।
সত্যিকার অর্থে আমাদের হাতে সেই সময় নেই।নইলে আমরা অন্তত একজন একজন করে সব ক্যাটাগরিতে স্পন্সর করতাম।
তবে যেটা এখানে পাবেন,সেটা খারাপ হবেনা।