উদ্যোক্তাদের যে সকল সমস্যা হলেই আমার কাছে আসে মুলত

# **উদ্যোক্তাদের যে সকল সমস্যা হলেই আমার কাছে আসে মুলত**

Alif Rahman (শিশির) আমাকে প্রায়ই প্রশ্ন করে যে, তোর কাছে যারা কনসাল্টেন্সিতে আসে, তাদের বিজনেসে বাজেট কত থাকে? সেল কেমন হচ্ছে?সিডিউল তো দিয়ে পারছিস না, ভিজিট কত নিস?

আমি- দোস্ত, আমার কাছে যারা আসে, তারা সবাই বলে যে- ভাইয়া সব হারিয়ে মনেহয় আপনার কাছে এলাম।তাদের সমস্যা থাকে এমন-
* ভাইয়া, অনেকদিন অনেক জায়গায় সময় দিলাম, সেল নাই
* ভাইয়া, টাকা যে এভাবে হিসাব করতে হয় তাই জানতাম না
* ভাইয়া, পেজটাই যে আমার সম্বল আমি তাই জানিনা
* ভাইয়া, মনে হচ্ছে আপনার কাছে আমার আরও আগে আসা উচিত ছিলো (মুলত যে যতদিন আগে থেকে বোকামি করেছে ততদিনের হিসাব দেয়)
* ভাইয়া, অনেক টাকা এদিক ওদিক করেছি, এখন আমাকে একটু সেল করানোর ব্যাবস্থা করে দেন
* ভাইয়া, কিভাবে ব্যাবসা করবো? একটু বুদ্ধি দেন।
* আমার টাকা নাই, কিভাবে কি করবো জানান

শিশির- কি বলিস, এইভাবে কাজ হয়?

আমি- দোস্ত, সবাই আমার কাছে আসেই এমন সব জায়গায় ঠকে, আমি আর কি করবো বল।

শিশির- ভাই, তুই সারাদিন এত ভালো কাজ করে, এই ভাবে বকবক করিস, এইগুলা কিভাবে ঠিক করবি?আর ফী নিস কত?

আমি- কনসাল্টেন্সি ফি তো নিই নামে মাত্র ৫০০ টাকা।
শিশির- তুই থাক, আমার মাথা ঘোরাচ্ছে।

ও চলে গেলেও গল্পগুলি এমনই, আমার কাছে সবাই নানাদিকে ঠকার পরেই আসে,যখন আমার আর কিছুই করার মত থাকেনা।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *