উদ্যোক্তা কার্যক্রমে অংশ নিতে কি কি যোগ্যতা লাগবে?
উত্তর- শুধু অংশগ্রহন করার মানসিকতা ও মেন্টরকে মান্য করার মানসিকতা।একইসাথে এই কাজ শিখে নিজের জীবনে কাজে লাগানোর ইচ্ছাশক্তি।
উদ্যোক্তা কার্যক্রমে অংশ নেয়া কি বাধ্যতামুলক?
উত্তর- এই গ্রুপের কোন কিছুতেই আপনাকে বাধ্য করা হয়না।মেম্বার এড করার মত কোন ব্যাপারও নেই।আপনার উপকারে এলে আপনি নিজে শিখবেন এবং অন্যকে শেখাবেন।এই থিওরি মেনেই চলে এই গ্রুপ।
উদ্যোক্তা কার্যক্রমে অংশ নিতে কি কি করতে হবে?
উত্তর- কিছুই আলাদা করে করতে হবেনা।আমি কিছু সেশন মেইনটেইন করে লিখবো ইনশাআল্লাহ,যেগুলি আপনাদের জীবনে ক্যারিয়ার গাইডলাইনের মত হবে।আপনি যদি নিজেকে উন্নত করতে চান তাহলে এই কন্টেন্ট থেকে শিখে নিজে কাজে লাগাবেন ও নিজের মত লিখবেন।
লেখাতে অবশ্যই- #উদ্যোক্তা_কার্যক্রম (হ্যাশ ট্যাগ দিবেন)
কোন টাক্সে ভিডিও দিতে বলা হলে আপনি ভিডিও প্রেজেন্টেশন দিবেন এবং নিজের ইচ্ছামত স্পিচ আকারে ভিডিও বার্তাও দিতে পারেন।
যারা যারা অংশ নিতে চান,তারা কমেন্ট করবেন এবং নির্দেশনা মেনে চলার ইচ্ছাশক্তি রাখবেন।