৯০ দিনের চ্যালেঞ্জ (৩৮ তম দিন)- ১ম পোষ্ট
স্বপ্ন যখন উদ্যোক্তা হবো- পর্ব-৬৯
টপিক- উদ্যোক্তা গাইডলাইন
জীবনকে সহজ করার উপায়- পর্ব্ ০৫ (মন খারাপ থাকা)
যে কোনও বিষয়েই বেশিক্ষণ বা বেশিদিন মন খারাপ করে রাখাটা আপনার জীবনের প্রতি অবিচার। আপনাকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরই জীবন খুবই সীমিত একটি সময়ের। জীবনের প্রতিটি মূহুর্তকে অর্থপূর্ণ কাজে লাগাতে হবে।
কোনও বিষয়ে মন খারাপ থাকলে জেনে রাখুন, মনমরা হয়ে থাকলে সমস্যা সমাধান হয়না। এতে করে শুধুমাত্র আপনার জীবন থেকে মূল্যবান কিছু সময় নষ্ট করা হয়। তাই প্রতিটি মূহুর্তকে উপভোগ করার চেষ্টা করুন। খারাপ ঘটনার পাশাপাশি আমাদের জীবনে ভাল ঘটনাও ঘটে।
আশা করুন খারাপ পরিস্থিতি যে কোনও সময়ে ভালোর দিকে মোড় নেবে। সব সময়ে প্রফুল্ল থাকার চেষ্টা করুন। যাদের সাথে থাকলে সময় ভালো কাটে, তাদের কাছাকাছি থাকুন। যেসব মানুষ আপনার মানসিক অশান্তির কারণ, তাদের থেকে দূরে থাকুন। জীবন একটাই, এবং জীবন আপনার। এই এক জীবনের একটি মূহুর্তও যদি অযথা মন খারাপ করে কাটান, তবে দিন শেষে ক্ষতি আপনারই।
Newsletter Updates
Enter your email address below and subscribe to our newsletter