কোভিডের সময় থেকেই মুলত এই পেশাতে মানুষের আনাগোনা শুরু হয়েছিলো।আর এখন নিত্য-প্রয়োজনীয় পন্যের যে অবস্থা সারা বিশ্বে, সেটার খরচ মেটাতে হিমশিম খাওয়া মানুষগুলি ব্যাস্ত আছেন ২য় ইনকামের খোঁজে আর সেজন্যই বেড়েছে উদ্যোক্তা হবার হার।
একটা রানিং ইনকাম থাকাকালীনই অন্য একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে হয় এটাই সকল স্বচ্ছল ও সফল মানুষেরা বলেছেন বহু বছর আগে থেকেই কিন্তু ঐ যে, আমাদের তো লেখাপড়া করতে অনেক সমস্যা আছে তাই আসলে চেষ্টা করা হয়ে ওঠেনি।
যারা এখন উদ্যোক্তা হতে চাইছেন বা হয়েছেন বলে দাবী করছেন কিংবা যারা ব্যবসা করতে চান তাদের জন্য নিচের এই বিষয়গুলি।
১. যে ব্যাবসা আপনি বোঝেন সেটিই করুন।
২. যে বিষয়ে কাজ করতে চাইছেন,সেটি নিয়ে অনেক কেস স্ট্যাডি করুন এবং লেখাপড়া করে জেনে নিন।
৩. অন্যের দেখাদেখি ব্যাবসা করতে যাবেন না।কেউ একটা কাজে খুব ভাল করছে বলেই আপনিও পারবেন এমনটা কিন্তু নয়।
৪. ব্যাবসা করতে গেলে ঝুঁকি থাকবেই,ঝুঁকি নিতে ভয় পাবেন না।ঝুঁকিগুলিকে খুব ভালোভাবে এনালাইসিস করে ফেস করুন।
৫. ব্যাবসাতে লাভ আসতে সময় লাগে,এই সময় আপনি টিকে থাকতে পারবেন কিনা সেটি আগেই ভাবুন।আজ শুরু করে কালই লাভবান হওয়া যাবেনা।
৬. আপনার সবচেয়ে বড় মুলধন হলো- আপনার সততা।যদি অন্যকে ঠকানোর মানসিকতা থাকে,তাহলে ব্যবসা না করাটাই শ্রেয় কারন এর ফল আপনি পাবেন।
৭. কাস্টোমার আপনার সবচেয়ে বড় সম্পদ।তাদেরকে মুল্যায়ন করুন।কাস্টোমার বলেছে বলে করেছি এমন না করে তাকে বোঝান,তার ভুল ধরিয়ে দিন।
৮. আপনার বিজনেসে সবচেয়ে বড় এসেট হলো- কাস্টোমারের প্রশংসা।আপনার কাজ এমনভাবে করুন যেন তারা নিজেরাই আপনাকে নিয়ে প্রচার করে।
Word of mouth
৯. কাজ শুরু করার আগে অবশ্যই অন্যের সফলতা দেখে নয় বরং তাদের ভুল থেকে শিখুন।
১০. যেকোন অবস্থায় নিজের কাজে ফোকাসড থাকার অভ্যাস গড়ে তুলুন।