উদ্যোক্তা তো হতে চাইছেন অনেকেই আবার ঝরে ও পড়ছেন অনেকেই।
এর পিছনে কিছু কারন আছে ত অবশ্যই।
আজকের লেখায় আমি সেইগুলি নিয়েই আলোচনা করতে চলেছি।
লস বা ক্ষতির ভয়– প্রথম কারণ হচ্ছে লস বা ক্ষতির ভয়, সত্যি কথা বলতে যে একজন ব্যবসায়ী লস বা ক্ষতিগ্রস্থ না হয় তাহলে সে ব্যবসাটাই বুঝতে পারে না ।আপনি কি এমন কোন ধনী ব্যক্তিকে দেখেছেন যে কখনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন নি।
উদ্যোক্তা হবার পথে বাধা কি সেটা না জানা।
উদ্যোক্তা হবার পথে কি কি বাধা আছে সেটি সম্পর্কে আগে জানতে হবে।
শুধু সফল মানুষ দের দেখে আপনি ও ভেবে নিলেন যে আপনি ও ওনাদের মত হয়ে যাবেন,ব্যাপার টা এত সহজ নয়।
সব সফল মানূষের সফল হবার পিছনে গল্প আছে সেটা জানতে চেষ্টা করেন।
অনুপ্রেরনার গল্প পড়েন।
অর্থ হারাবার ভয় – অর্থ হারাবার ভয় সত্যিই খুব কষ্টকর এবং এটা প্রত্যেকেরই মাঝে আছে কিন্তু এই ভয়টা কোন সমস্যাই নয় । আপনি কিভাবে ভয়টাকে মোকাবেলা করছেন সেটাই বিবেচ্য বিষয় ।আপনি আপনার ক্ষতি বা লস টা কে কিভাবে দেখছেন কিভাবে আপনার এই ব্যর্থতা মোকাবেলা করছেন সেটাই আপনাকে নতুনভাবে শেখাবে।
জয়ের মানে হারতে ভয় না পাওয়া এই ব্যাপার টা বুঝতে না পারা-
আমরা এমন কোন খেলোয়ার কে দেখিনি যে কখনো একবারের জন্য হারেনি , এরকম লোক কখনো দেখিনি যারা প্রেমে পড়েছে কিন্তু কখনো হৃদয় ভঙ্গ হয়নি ,আমার এমন কোন ধনীর সাথে দেখা হয়নি যার কখনো অর্থাভাব হয়নি।
“বেশিরভাগ লোক স্বপ্ন দেখে বড়লোক হবার কিন্তু অর্থ হারাবার ভয়ে ভীত হয়ে থাকে, তাই তারা কখনো বড়লোক হতে পারে না।”
নিজেকে প্রকাশ করতে না পারা-
আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই নিজেকে প্রকাশ করুন।
রুজভেল্ট এর বক্তব্য, তুমি হৃদয় থেকে যা ঠিক মনে কর, তাই করো। কারণ তোমার সমালোচনা হবেই তুমি করলেও হবে, না করলেও হবে।
আজকের মত এই পর্যন্ত।
আপনাদের চাহিদায় আবার লিখবো ইনশাআল্লাহ।
কাজ করছি লগো,ফেসবুক পেজ, ই-কমার্স সাইট নিয়ে।
Founder & CEO- ICT CARE & Easysodai