busniess

উদ্যোক্তা হয়েছে সব করোনার সময়ে, করোনা যাক এসব উদ্যোক্তা মাঠে থাকবে না।

নিজের চোখে দেখে নিজের হাতে পরখ করে কেনা আর ঐ অনলাইনে ছবি দেখে কেনা কি এক জিনিস?
ইশ ঐ সকল মানুষের মত আমি এত বোকা না যে ছবিতে দেখে কিনবো।
দেখাবে একরকম আর দিবে আর এক রকম।
একটা শোরুমে কত টাকা ইনভেষ্ট করে মাসে হাজার হাজার টাকা খরচ করে তারা খারাপ জিনিস দিয়ে ব্যাবসা করবে না কিন্তু এই সব আতি পাতি উদ্যোক্তারা করবে।
উপরের লাইন গুলি সব ই শুনতে হয় আমাদের কে প্রতিনিয়ত, আমার ক্যাম্পাসে সেদিন আমার কিছু কলিগ ও বলছিলো ইভেন কিছু বন্ধুদের কে ও বলতে শুনেছিলাম আমার সামনেই।
আমি চুপ ছিলাম কারন আমি চেয়েছিলাম একটা যুক্তি সংগত কথা হোক যা হয়তো তাদের সাথে সম্ভব নয়।
কেন?
কারন তারা হয়তো উদ্যোক্তার সঠিক ব্যাপার গুলি ই জানেন না তাই চুপ থাকা টা শ্রেয় ভেবেছি।
আজ লিখছি কারন আপনাদের সাথে ও এমন হয় আর তখন ছোট্ট এই লেখা টুকু ই হয়তো জবাব হবে।
একটু ফ্ল্যাশব্যাকে যায়?
একটা সময় ছিলো যখন মানবজাতি সভ্য হয়েই ওঠে নাই মানে আদি যুগ।
বাড়িঘর আর দালানকোঠা তো দুরের কথা তখনো, এই মানব জাতি ই বাস করতো গুহায়।
জীবব ধারনের জন্য আমরা ফলমুল সংগ্রহ করতাম।
কিন্তু তখন একটা ব্যাপার ছিলো কেউ পরনির্ভরশীল ছিলো না চাকুরীর মত আসলে হবার সুযোগ ও ছিলো না।
তাহলে তখন সবাই কি ছিলো?
উদ্যোক্তা ছিলো এটা মাথায় গেঁথে নিন।
সভ্যতা নামক শব্দ যত আমাদের মাঝে আসতে শুরু করলো ততই যেন সেটির ভুল ব্যাবহারে আমাদের মাঝের উদ্যোক্তা স্বত্তাকে আমরা হারিয়ে ফেলতে লাগলাম।
আমরা শুরু করলাম অন্যের কাজ, ব্যাস্ত হয়ে গেলাম অন্যের স্বপ্ন পুরনে।
অনেকেই বলবেন যে সবাই উদ্যোক্তা হলে কাজ করার লোক তো পাবেন না।
তাদের কে বলছি- ভাই শিক্ষিত হবার ব্যাপার টা ও তো অনেক আগে এসেছে তো সবাই কি শিক্ষিত হয়ে ডাক্তার,ইঞ্জিনিয়ার বা এমন কিছু হয়ে গেছে?
নিশ্চয় উত্তর আসছে না হয় নাই।
তাহলে ধরে রাখুন যে সকলেই উদ্যোক্তা হতে পারবেন না।
চাকুরী করা তো সহজ,চাকুরী দেয়া টা কঠিন।
একটা চরম সত্য কঠিন বাস্তবতা হলো অন্যের অধীনে চাকুরী করতে গেলে যা অর্জন করতে হয় উদ্যোক্তাদের তার চেয়ে অনেক বেশি কিছু জানতে হয়।
আর তাই এই ধৈর্য ও ত্যাগ করে টিকে থাকাটাই আসল মন্ত্র।
এই টপিকের সাথে লিখতে গেলে সারা দিন লেখা যাবে কিন্তু আমার উদ্যোক্তাদের পক্ষ্যে দেখানো যুক্তি দেয়া শেষ হবে না।
ও হ্যাঁ শেষ কথা টা হলো তাদের জন্য যারা উদ্যোক্তাদের পন্য নিয়ে ঠকেছেন বলে হাপাচ্ছেন তারা জেনে নিন- সত্যিকারের উদ্যোক্তাদের কাছে বিজনেস মানে হলো সেবা প্রদান করা আর তাই তারা সেবার মান ভালো করা ছাড়া খারাপ করে না এর কারন হলো তাদের “স্বপ্ন”।
আপনি হয়তো সঠিক উদ্যোক্তা চিনতে ভুল করেছেন এই সত্য টা মেনে নিন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *