আপনাকে দুইটি কান দেয়া হয়েছে কেন জানেন?
উত্তর হলো- একটা দিয়ে শুনবেন আর ২য় টা দিয়ে বের করে দিবেন।
এই শোনা ও বের করার মাঝে যেটা জীবনে কাজে আসবে বলে মনে হবে সেটিকে আপনার মেমোরিতে সেভ করে রাখবেন।
দিন শেষে কথা একটাই- নিজের কাছে যেটা সঠিক বলে মনে হবে সেটাই করুন।
মনে রাখুন,নিজেকে এগিয়ে নিয়ে যেতে নিজের ভুমিকাটাই সবার আগে,কাউকে মান্য করুন।তবে সেটি যেন শোঅফ না হয়ে যায়।