ডেইলি ব্জেট মাত্র ২ ডলার।
মোট বাজেট ২০ ডলার, ১০ দিনের জন্য।
পোস্ট ভিউ – ৮৪,১৯৬ জন।
পোস্টের রিচ ৬৬,০৭৭ জন।
CPM – Cost per message – 0.03
বিশ্বের যেকোন প্রান্তে,যেকোন প্রোডাক্ট বিবেচনায় এই এড বেস্ট এড এবং সেটাই সবাই বলবে।এমন এড এ সব কাস্টোমার খুশি হয় কিন্তু আমি খুশি হতে পারিনাই কারন হলো- সেলস জিরো।
৬০০+ ম্যাসেজ কিন্ত সেল শুন্য,কারন কি?
কেউ হয়তো আপনাকে বলবে, এড রান ভালো ভাবে করা হয়নি, কেউ বলবে, সঠিক টার্গেট করা হয়নি, কেউ বলবে প্রিমিয়াম অডিয়েন্সের কাছে এড যায়নি, কেউ বলবে ল্যান্ডিং পেজ নাই তাই এমন হয়েছে। কেউ বলবে কাস্টমারের সাথে কমিউনিকেশন ভালো হয়নি। এক এক জন এক এক রকম বলবে।
তবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
চলুন এখন এই এডের ব্যাপারে আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করি-
এখানে আমার এড ভালো চলছে বলেই ২০ ডলারেই আপনি ৬০০+ ম্যাসেজ পেয়েছেন।
যদি ইনবক্স চেক করা হয় তাহলে বোঝা যাবে স্পষ্ট যে
পন্যের কোয়ালিটি এবং চাহিদা আছে বলেই এতো মেসেজ এসেছে।
“তার মানে এড নিয়ে কোনো সমস্যা নেই।”
এখন সেল না হবার কারনগুলি ব্যাখা করি-
১. Red Ocean vs Blue Ocean প্রোডাক্ট বিবেচনা না করেই বিজনেসে নেমে যাওয়া।
২. নতুন পেজ কিন্তু কাস্টোমারের কাছ থেকে এডভান্স পেমেন্ট চাওয়া।
৩. কাস্টোমাইজ প্রোডাক্ট হলেও আপনার এমন নতুন পেজ দিয়ে কাউকে ট্রাস্ট করিয়ে এডভান্স পেমেন্ট টা পাওয়া কঠিন কাজ।
৪. কাস্টোমারের কাছে যে প্রিমিয়াম কোয়ালিটির মুল্য আসা করা হচ্ছে,কাস্টোমারকে সেইম ভ্যালুটা দেয়া
হয়নি বা তাদেরকে ঐ ফিল টা দেয়া হয়নি।
৫. ধরেন কোন পেজ কাস্টোমাইজ নেয়না।তারা এমন প্রোডাক্ট রিসেল করে,তাহলে সে হয়তো ১০০০ টাকায় ক্রয় করলে ১২০০ টাকাতে বিক্রয় করছে।
আর আপনি সেইম প্রোডাক্টে আলাদা ভ্যালু এড না করলেও এটার প্রাইস বেশিতে সেল করতে হচ্ছে নানা কারনে।
৬. পন্য কিনে জিততে না পারার কারনে বা পন্যের কাঁচামাল কিনে জিততে না পারার কারনে।
৭. কাস্টোমারকে ঐ ফিল দিতে না পারার কারনেই তারা চলে যাচ্ছে।তারা ভাবছেনা যে এই প্রোডাক্ট এই টাকাতে কেনা উচিত।
১. এডভান্স পেমেন্ট না নিয়ে শুরু করা।
২. প্রোডাক্টের প্রাইসের সাথে কাস্টোমারকে মেন্টালি স্যাটিসফাই করা যে,এই প্রোডাক্ট এই দামে কিনে আমি ঠকবোনা।
৩. গতানুগতিক স্টাইলে শুধু দাম বলে ইনবক্সে কাজ শেষ না করা।
৪. কেন এর দাম বেশি অন্যদের থেকে,কি কাঁচামাল ইউজ হচ্ছে এগুলা ক্লায়েন্ট কে বোঝানো।
৫. প্রোডাক্টের প্রেজেন্টেশন টা এমন প্রিমিয়াম করুন যেন কাস্টোমার ঐ ফিল টা পান যে এটা প্রিমিয়াম।
তাই একটা কথা মনে রাখবেন, মেসেজ বেশি এসেছে মানে আপনার এড ভালো চলছে, এডে সমস্যা নাই, এখন কেনো কিনলো না এটা আপনি খুঁজে বের করুন।