এই গ্রুপে একটিভ থেকে কি লাভ?

✅ এই গ্রুপে একটিভ থেকে কি লাভ?

আসলে কোন লাভ নেই,তবে আপনি যদি দিনে তিনটা কন্টেন্ট লিখতে পারেন (কপি করে নয়) এবং ৩০ টি কন্টেন্ট পড়তে পারেন ও পড়ে গঠনমুলক কমেন্ট করতে পারেন তাহলে আপনার লাভ আছে।

✅ কেমন লাভ?
আমি একটা কন্টেন্ট লেখার জন্য মোটামুটি ১ ঘন্টা থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত রিসার্চ করে তারপরে লিখি এবং গাইডলাইন দিই,ক্ষেত্র বিশেষ আমার অনেক সময়েই।একটা,কন্টেন্ট সাজাতে এক মাস লাগে বা তারও বেশি।

✅ এতে কি লাভ হলো?
আমার গত তিন বছরে লেখা কন্টেন্টের সংখ্যা ৫০০০+,আমি বলতেই পারি- আমার চেয়ে ডিটেইলস কেউ লিখে কিনা অনলাইন মার্কেটে সেটা সন্দেহ।
আপনি যাকেই দেখাবেন না কেন- তিনি আমার লেখা থেকে ২০-৯০% কপি করে লিখেছে এমন লেখক কম নেই,অন্তত যারা আমার লেখা পড়েন, তারা জানেন।

এই যে বলতে পারলাম,সেটাই আমার লাভ।

আমি নিয়মিত লিখতে লিখতে আমার জ্ঞান বেড়েছে এবং স্কিল বৃদ্ধি পেয়েছে,যেটা কেউ চাইলেই নিতে পারেনা।

✔️ দিনে ৩০ টা কন্টেন্ট পড়া মানে অন্তত ১০-৩০ জন মানুষের সাথে আপনার কমিউনিটি ডেভলপ হবে।এটাই আপনার ব্রান্ডিং।

দিনে ৩ টা কন্টেন্ট মানে মাসে ৯০ টা কন্টেন্ট আর ৩০ টা কন্টেন্ট পড়ে গঠনমূলক লেখা মানে ৯০০ টা কমেন্ট।

যারা এগুলি করতে পারবেন- মাসের শেষে আমি নিজে তাদেরকে নিয়ে ফ্রী কনসাল্টেন্সি করবো।আর সর্বোচ্চ কমেন্ট ও কন্টেন্টের ক্রিয়েটর যিনি হবেন- তিনি ওয়ান টু ওয়ান কনসাল্টেন্সি পাবেন (অনলাইন বা অফলাইন) তার সুবিধামত।

পড়াশোনা করে লাভ একান্তই আমার,আপনাদের কোন লাভ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *