এই গ্রুপে কি হয়? কিভাবে পোস্ট করা যায়? গ্রুপ আসলে কি কাজে লাগে?
এই গ্রুপে পোস্ট করার জন্য কোন সেলার কোড লাগেনা। তবে আমরা ডিরেক্ট সেল পোস্ট এলাউ করিনা।
পার্সোনাল ব্রান্ডিং ও প্রডাক্ট ব্রান্ডিং করার জন্যই মুলত ফেসবুক গ্রুপ লাগে।
এখানে পোস্ট করার কোন বাধ্যবাধকতা নেই।আপনার ভালো লাগলে করবেন আর না লাগলে করবেন না।শুধু পোস্ট করলেই মানুষ আপনাকে চিনবেনা।অন্যদের সাথে নিজেকে কানেক্টেড করতে হলে আপনাকে অন্যের পোস্টে কমেন্ট করতে হবে।
এইখানে মেম্বার এড করার কোন বাধ্যবাধকতা নেই।আপনি যদি উপকার পান,তাহলে আপনার পরিচিতদের এড করবেন এতে আপনার কমিউনিটি টাই বড় হবে।
তবে এখানে একটা জিনিস লাগে আর সেটা হলো- লেখাপড়া করার মানসিকতা।যারা শেখার জন্য,জানার জন্য প্লেস খোঁজেন তাদের জন্য এটা বেস্ট প্লেস।এইখানে পড়ালেখা করলে আপনাকে আর কোথাও ঠকতে হবেনা।