স্পেশালিটি- এটা সবার জীবনেই প্রভাব ফেলবে।
Romana Rimu
বই ছেড়ে উঠে এসেই ডাক দিলো এই ভাই শোন।
সৌভিক- এই কি হয়েছে রে এত চিল্লাস কেন?
রিমু- আরে আজ
Ratna Rani Dev
দিদি নাড়ু পাঠিয়েছে সেটা খেতে কি দারুন টেষ্ট জানিস?
সৌভিক- তুই কি পড়া বাদ দিয়ে এই সব করবি?
রিমু- শোন আমি আজ কিছু জিনিস জানতে চাই।
সৌভিক- কিরে?
আমায় শেখা ভালো উদ্যোক্তা হতে গেলে কি হতে হবে?
সৌভিক- SMART
রিমু- তুই কি বলতে চাস? আমি স্মার্ট না?
সৌভিক- এই স্মার্ট সেই স্মার্ট না রে পাগলী।
রিমু- তাহলে কি?
সৌভিক-
S- Specific
M-Measurable
A- Attainable
R- Result Based
T- time Bound
রিমু- দাড়া ভাই ম্যাসেঞ্জার রুমে সবাই কে এড করে নিই,
সৌভিক- কেন রে?
রিমু- আরে বাহ আমি একা কেন সবাই স্মার্ট হোক।
সৌভিক- বাহ আচ্ছা করে নে।
Afroza Rupa
– আপু- ভাইয়া এবার একটু সব গুলি বুঝিয়ে দেন।
সৌভিক- Specific হলো আপনাকে ঠিক করতে হবে আপনি আসলে ঠিক কি করতে চাইছেন?
এটা যেন আগেই ঠিক করতে পারেন।
Sabrin Rahman
আপু– তারপরের টা কি?
সৌভিক- Measurable , এটা হলো তোমাকে আগেই ফিক্সড করতে হবে তুমি ঠিক কি অর্জন করতে চাইছো?
এবং কত সময়ে সেটা চাইছো?
এটা তোমার চলার গতি কে বাড়িয়ে দিবে।
Sabiha Binte Kalam
আপু- তারপরের টা কি?
সৌভিক- আপনাকে আগেই ঠিক করতে হবে আপনি সব কিছু মানিয়ে ও মেনে নিতে পারবেন কিনা?
আপনাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে সেটা মেনে নিতে আন পারলে তো আগাতে পারবেন না।
Afrin Priti
আপু– তারপরে কি?
সৌভিক- আপনি যা ভাবছেন তার সব ই বাস্তব এটা মানতে শিখতে হবে।
যা আপনি ভাবছেন তা কি সত্যি আপনি বাস্তবে রুপ দিতে পারবেন?
নিজের সম্পর্কে নিজেই সব চেয়ে ভালো জানা হয় তাই সেটা আগে জানা উচিত এবং সেই বিশ্বাস নিজের মাঝে আনা উচিত।
Madhurjo Marshad
আপু- সময় নিয়ে তো সবাই জানি তাহলে আর নতুন কি?
সৌভিক- আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে মিনিমাম ৩ টা পোষ্ট করবো এবং এটা কতটা গুরুত্ব পূর্ন সেটা বোঝাতে নিশ্চয় সেগুলি আপনাদের সাহায্য করবে।
একটা ছোট ব্যাপার বলি- সব কিছুই আপনাকে সময় বেইজে করতে হবে
প্লানিং থেকে শুরু করে সব তা হতে হবে সময় মেনে।
আজ এই পর্যন্ত, আবার আগামীকাল।
আজকে চরিত্রের জন্য রিমু আপুকে তুই বলেছি, ক্ষমা করবেন।
আর সাবরিন আপু আমায় তুই ই বলে আমি এতে খুশি অনেক ইনফ্যাক্ট আমি চেয়ে নিয়েছি বড় বোনের জায়গাটা দিয়ে।
সবার জন্য শুভ কামনা রইল
আমি সৌভিক
কাজ করছি লগো, ফেসবুক পেইজ, ডোমেইন হোষ্টিং ও বুষ্টিং নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ ICT CARE