একজন উদ্যোক্তা হিসাবে যে কাজ গুলি অবশ্যই করবেন 3

Pinks Doll

আপু- আচ্ছা ভাইয়া আমরা দুপুরে এই শিরোনামের অর্ধেক টা শুনেছিলাম আর এখন আবার শুনতে চাই।

সৌভিক- কি আর শুনবেন?
সবাই সাকসেস ফুল হতে চাই কিন্তু এর জন্য যে কষ্ট করতে হয় সেটা চাই না।
Jakia Tanni

আপু- কি যে বলেই ভাইয়া, আমি আগে ১০-১২ ঘন্টা ঘুমাতাম এর এখন তো কত কমিয়ে দিয়েছি।

সৌভিক- তাহলে দেখেন আমার আগের পোষ্টে তেমন সাড়া ই আসে নাই।
Afroza Rupa

আপু- আসুক না আসুক আপনি বলেন।

সৌভিক- আমি আমার নিজের স্কিল বাড়াতে লিখি। তাই এই লাইক কমেন্ট আমায় টানে না। আর কে পজিটিভ বলে কে নেগেটিভ বলে সেটা ও টানে না।
আমার বিবেক কি বলে সেটায় ম্যাটার।
Mun Mun

আপু- এইটা ভালো বলেছেন তো।

সৌভিক- সাকসেক ফুল ব্যাক্তি যারা হয়েছেন তারা ও এভাবে হয়েছেন, কারো কথা গায়ে মাখেন নি।
তাই এটা হলো আমাদের একটা স্টেপ[ যে কারো কথা গায়ে মাখা যাবে না।
Priyanka Basak

দিদি- তাহলে এর পরের স্টেপ কি?

সৌভিক- কাজ তো শুরু করবেন ই, কিন্তু মাথায় রাখবেন অস্তাদ মানতে শিখতে হবে।
মানে একজন বিশ্বস্ত মেন্টর খুঁজে নিন।
Ankhi Dutta

দিদি- ব্যাপার টা ক্লিয়ার না আমি।

সৌভিক- গতবার যখন আই পি এল এ সাকিব কে বসিয়ে দেয়া হলো, তখন সাকিব সবার আড়ালে ছট বেলার গুরু সালাউদ্দিন কে কোচ হিসাবে নিয়ে গিয়ে আলাদা ট্রেনিং করেছেন।
আর তার ফলাফল তো সবাই জানেন যে বিশ্বকাপে সাকিব কি খেলেছে।
Afrin Priti

আপু- আচ্ছা এবার বুঝেছি মেন্টর রাখতে হবে।

Amena Bakul

আপু – এবার কি করবো?

সৌভিক – মার্কেটিং এর জন্য বাজেট নির্ধারন করুন।
Shila Chakraborty

দিদি- ওমা শুরুতেই খরচ?

সৌভিক- ভয় পেলে চলবে না। মার্কেটিং এখন অনেক সহজ যার নাম ডিজিটাল মার্কেটিং। আর সব খরচের মিনিং ই টাকা না।
আপনার দেয়া শ্রম আর সময়ের ও মূল্য আছে।
সারা দিন সেল করার চিন্তা করছেন বাট মার্কেটিং এনালাইসিস করছেন না। তাহলে কি হবে?
Daisy Nur

– আমি কিন্তু মার্কেটিং করিয়ে ভালো রেজাল্ট পেয়েছি।

Ema Nawaz

– এবার কি হবে?

সৌভিক- আপনার চেয়ে যারা ওই সেক্টরে উপরে আছে তাদের দিকে নজর দিন।
Fatima Tazul

– কি বলিস দোস্ত? সিনিয়র দের সাথে পাল্লা দিব?

সৌভিক- প্রতিদ্বন্দ্বী ভাবে বোকা রা। কিন্তু তাই বলে যিনি আমার ট্রাকে থেকে লিড করছেন তিনি কি করছেন?
কিভাবে করছেন তার সাথে কি পার্থক্য রয়েছে এনালাইসসিস করুন।
এভাবেই তো আগাতে হবে।
Atri Goswami

দিদি- যেভাবে আপনার লেখার স্টাইল টা এখন মানূষ কপি করছে?

সৌভিক- আরে নাহ নাহ, সেতা করলে তো আমার ই ভালো।
প্রথম দ্বিতীয় আমায় টানে না, মানুষ আমায় মনে রাখুক এটা আমায় টানে।
Madhurjo Marshad

আপু- মানূষ না হয় মনে রাখলো কিন্তু তারপরে?

সৌভিক- তারপরে আর কি? শিখতে ভুলে যেও না।
শিখতে হবে অনেক, পরতে হবে অনেক।
বিস্তারিত তো নিজেরাই জানেন।
এই ডি এস বি তে লেখাপড়া করেই কার কত উন্নতি।
শুভ কামনা সবার জন্য।
শুক্রবারে ও পড়িয়ে ছাড়লাম, এজন্য ক্ষমা চাই।
সৌভিক
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *