একজন ক্ষুদ্র উদ্যোক্তার জন্য যে ব্যাপারগুলি জানা আবশ্যক-০১

প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ীই চায় সফল হতে। নিজের শ্রম আর প্রচেষ্টা দিয়ে কোন ব্যবসা খুলে নিশ্চয়ই ব্যর্থ হতে চাইবে না। তারপরও অনেক ব্যবসাই সফলকাম হতে পারেনা। একটি সফল ব্যবসা গড়ে তুলতে কিছু নীতি মেনে চলা অত্যাবশ্যক। নিউ অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, নীতির অর্থ হল, একটি মৌলিক সত্য বা প্রস্তাবনা যা যেকোন বিশ্বাস প্রক্রিয়া, আচরণ বা যুক্তির শৃঙ্খলের ভিত্তি হিসেবে কাজ করে। ব্যবসার নীতিই সাফল্য নিশ্চিত করতে পারে। যেকোন প্রতিষ্ঠানের জন্য নীতি হল মেরুদণ্ডের অনুরূপ। একটি সফল ব্যবসার জন্য এই ১০টি নীতি নির্দেশনা মেনে চলা জরুরি।
পরিবর্ধন
সফল হতে গেলে ব্যবসাকে পরিবর্ধনের আওতায় আনতে হবে। ভালভাবে বাস্তবায়ন করা গেলে একটি ক্ষুদ্র ব্যবসা ভবিষ্যতের বড় ব্যবসায় পরিণত হতে পারে।
বড় আইডিয়া
একটি ছোট আইডিয়া থেকে একটি ক্ষুদ্র ব্যবসার জন্ম হতে পারে, তবে তা সফল করতে হলে সেই আইডিয়াকে বড় করতে হবে। ব্যবসার উদ্যাক্তার দূরদৃষ্টিই পারে ব্যবসাটিকে সামনে এগিয়ে নিতে।
সিস্টেম
ব্যবসা ক্ষুদ্র হলেও তা কিন্তু একটি সিস্টেমের মতই যেখানে প্রতিটি অংশ এর সাফল্যের সাথে জড়িত। এমন সিস্টেমে সবকিছুকে একসাথে কাজ করতে হয় তা কর্মচারীই হোক কিংবা রিসোর্সেস হোক না কেন।
টেকসই
যেকোন অর্থনৈতিক পরিস্থিতি, যেকোন বাজারে টিকে থাকার জন্য ব্যবসাটিকে টেকসই হতে হবে। এর মাধ্যমেই সকল গ্রাহকদেরকে অর্থবহ ও ভিন্নতর সেবা প্রদান করা সম্ভব আর এই ভিন্নতা ব্যবসার টিকে থাকার জন্য আবশ্যক।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *