পবিত্র কুমার, শুরুটা করেছিলেন মাত্র একটা গরু দিয়ে।অথচ সততাই তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।পবুত্র দাদা এখন যশোরে প্রতিদিন ২২০ কেজি গরুর দুধ বিক্রি করেন।
একজন গোয়ালা,যার কাছে আপনি পাবেন নিরেট ও খাঁটি গরুর দুধ।আজ যখন যশোরে ডিসি বাংলোতে ছিলাম সেখানেই আবার দেখা হলো দাদার সাথে।
আপনারা জানলে অবাক হবেন যে,এই ব্যাক্তির কোন কাষ্টমার একবার তার কাছ থেকে প্রোডাক্ট নিলে তিনি নিজে বাদ না দিলে কেউ সরে যান না।
ওনার কাষ্টমার গুলির তালিকা দেখুন-
যশোর শহরের ডিসি স্যার
১৮ জন ম্যাজিস্ট্রেট
৭ জন জজ
১২২ জন পুলিশ কর্মকর্তা
৭৮ জন আর্মি কর্মকর্তা
শুধুমাত্র সততা আর চেষ্টার দৌলতেই হয়েছে,অথচ আমাদের ধৈর্য্য টাও থাকেনা আবার অনলাইনে সঠিক পন্য দেবার নামে সততাও অনেকের মাঝেই থাকেনা।কিন্তু আপনি কেবলমাত্র সততা দিয়েই সফলতা পাবেন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।