একটা গ্রুপে আমরা কেন একটিভ থাকি?

একটা গ্রুপে আমরা কেন একটিভ থাকি?
উত্তর- সম্পূর্ন নিজেদের স্বার্থে। হ্যাঁ, আমার কথা তিতা হলেও এটাই সত্য যে,আমরা আমাদের পার্সোনাল ব্রান্ডিং করতে পারি এবং সর্বোপরি কিছু শিখতে পারি ও সেল জেনারেট করতে বা ইনকাম করতে সাহায্য করে বলেই আমরা গ্রুপে একটিভ থাকি।
✔️ এত জায়গা রেখে ডি পি বি তে কেন একটিভ থাকে?
উত্তর- আমার কাছে মনেহয় ভালোবাসা বা ভালোলাগার জায়গা তাই,স্রেফ এইটুকই আর উপরি পাওনা হলো শেখা।
✔️ আর কোন গ্রুপে এসব টপ কন্ট্রিবিউটরদের কোন গিফট নাই,এখানে কেন এটা চালু করা হয়েছে?
উত্তর- ১০ বছর শিক্ষকতা পেশায় থেকে বুঝেছি এবং নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে বুঝেছি-” রিওয়ার্ড আসলে ম্যাজিকের মত কাজ করে”।
যেহেতু,আমি মুলত শেখাই,আর শিখতে আমরা ৯৮% মানুষই শিখতে চাইনা।তাই আমি চেয়েছি রিওয়ার্ড দিয়ে শেখাতে।এছাড়া আর কিছু নয়।
✔️ এই সকল রিওয়ার্ড এর খরচ কিভাবে আসে?
উত্তর- ডি পি বি গ্রুপের এডমিন হিসাবে আমি বহন করি আর আমার প্রতিষ্ঠান ICT CARE বহন করে।
✔️ এসব করে আমার লাভ কোথায়?
উত্তর- সহজ উত্তর।একটা গ্রুপ একটিভ থাকলে সবচেয়ে বেশি লাভ ঐ গ্রুপের এডমিন ও মডারেটর প্যানেলের।কারন,একটিভ সবার দ্বারাই তাদেরকে চেনে সবাই।এটাই তো বড় ব্রান্ডিং,লাভ আর কি চাইছেন খুঁজতে?
✔️ পুরষ্কার বা মাতামাতি শুধু প্রথমকে নিয়ে কেন?
উত্তর- নাহ, এটা আপনার ভুল ধারনা।পুরষ্কার সবাই পাচ্ছে সমান শুধু যিনি প্রথম হয়েছেন,তিনি একটু বেশি হিসাবে- একটা লাঞ্চ বা ডিনার পেয়ে থাকেন।এটুকু পার্থক্য আমার মনেহয় থাকা উচিত।
✔️ যে পুরষ্কার একজন টপ কন্ট্রিবিউটর পাচ্ছেন,সেটা গ্রুপের এডমিন ও মডারেটর রা পান কিনা?
উত্তর- আমার কাছে জাজমেন্ট হতে হবে পিউর।আমি এই একই পুরষ্কার রেখেছি- গ্রুপের এডমিন প্যানেল থেকেও একজনের।অনেকেই প্যানেলে থাকলেও একটিভ না।আর আমাদের প্যানেলের জন্য কোন রেস্ট্রিকশনের কিছু নাই।তাই এমন প্রশ্ন তাদের করার সুযোগ আমি রাখিনি।টপ কন্ট্রিবিউটর অপশন সবার জন্য উন্মুক্ত এবং সবাই সেখানে কমপিট করতে পারছে।তাই আলাদা কিছু দেখিনা।
আগে, এই অফার ছিলোনা তাই আগের হিসাব বাদ।
✔️ টপ কন্ট্রিবিউটর কিসের ভিত্তিতে নির্ধারন করা হয়?
উত্তর- আমি করিনা,ফেসবুক করে দেয়।সবচেয়ে বেশি পোস্ট,লাইক,কমেন্ট এগুলির মাধ্যমে যিনি প্রথম হন তাকেই প্রথম ঘোষণা করা হয়।
কিন্তু এই মাস অর্থাৎ এপ্রিল থেকে নিয়ম চেঞ্জ হচ্ছে।
 জেনে নিন,এখন কি নিয়মে বাছাই করা হবে?
✔️ সবচেয়ে বেশিই শুধু না, সবচেয়ে বেশি গঠনমুলক পোস্ট হতে হবে।
✔️ সবচেয়ে বেশি গঠনমুলক কমেন্ট থাকতে হবে।
✔️ ঐ পোস্টের লাইক-কমেন্ট কাউন্টিং হবে।
এটা সিলেকশন হবে জুরি বোর্ডের মাধ্যমে। এবং সব দিনের সেরা পোস্ট দাতার নামসহ পোস্ট করবে- DPB Admin Pannel.
অর্থাৎ, এপ্রিল ১ তারিখের সেরা পোস্ট কোনটি এবং সেটি কার লেখা এটি জানিয়ে এপ্রিল ২ তারিখেই রেজাল্ট জানানো হবে।এভাবে সারামাসে যিনি সর্বোচ্চবার সেরা হবেন তিনিই মাসের শেষে সেরা বলে বিবেচিত হবেন।
অভিনন্দন তো জ্ঞাপন করেছিই,এবারে কৃতজ্ঞতা জ্ঞাপন।আর সেটা স্পেসিফিক ভাবে।এনারা দুজন সবচেয়ে বেশি কাজ করেন এডমিন প্যানেলে।বাকি সবার নিকট ও আমার কৃতজ্ঞতার শেষ নেই।কেননা গত একমাস এই গ্রুপ টা মুলত ওনারাই দেখাশোনা করেছেন।
আর ধন্যবাদ জানাতে চাইছি এই গ্রুপের সকল সদস্যদের নিকট,যারা তাদের মুল্যবান সময় এখানে দিয়ে শিখতে এসেছেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *