এসব নিয়ে ইউটিউবে ভিডিও আছে অনেক,কিন্তু অনেকেই এসব ভুয়া মনে করে এড়িয়ে যান। ভাবেন এটা কিভাবে সম্ভব!
নিশ্চয়ই ক্লিকবেইট (ভুয়া ক্যাপশন দিয়ে ভিডিও দেখানোর ধান্দা) হবে
কিন্তু না,এটা করা যায় সত্যি ই, যদি আপনার আইডিকে পেইজে কনভার্ট মানে রুপান্তর করেন তবেই
আপনার আইডিতে যদি কয়েক হাজার ফ্রেন্ড ফলোয়ার থাকে, তবে সেই আইডি দু মিনিটের মধ্যে পেইজে রুপান্তর করলে সেই পেইজে আপনার আইডির সব ফ্রেন্ড ফলোয়ার যুক্ত হবে,তাই পেইজ ওপেন হওয়ার সাথে সাথেই পেইজে হাজার হাজার ফলোয়ার পাওয়া যাবে।
এখন আপনি হয়তো বলতে পারেন,হাজার হাজার ফ্রেন্ড ফলোয়ার ই হওয়া লাগবে? কয়েকশত ফ্রেন্ড ফলোয়ার থাকলে হবে না??
অবশ্যই হবে,যে কেউ ই এটা করে নিতে পারবেন। তবে হাজার ফ্রেন্ড ফলোয়ার যোগাড় করে তারপর পেইজে কনভার্ট করলে তো আপনার ই সুবিধা, কারণ পেইজ হওয়ার পর সেই পেইজে লাইক ফলোয়ার এত দ্রুত বাড়ানো মুশকিল। কিন্তু আইডি তে কিন্তু সহজেই ফ্রেন্ড বাড়ানো যায়,তাই না?
পেইজে কনভার্ট করার সময় শুধু যে ফ্রেন্ড ফলোয়ার যুক্ত হবে তা না, যারা রিকোয়েস্ট দিয়ে রেখেছে,তারাও পেইজের ফলোয়ার হয়ে যাবে,দারুণ একটা ব্যাপার
তবে এই কাজ করার আগে কিছু জিনিস আপনাকে জেনে রাখা দরকার অবশ্যই, যেমনঃ
আপনি মাত্র একবারই আইডি থেকে পেইজে কনভার্ট করতে পারবেন,পেইজ থেকে প্রোফাইল বানানোর আর কোন সুযোগ নেই।
আপনার আইডির বর্তমান নাম যেটা আছে সেই নামটাই পেইজে হবে
তাই,আপনি চাইলে পেইজে কনভার্ট করার আগেই নাম পরিবর্তন করে নিতে পারেন। পরেও নাম চেঞ্জ করতে পারবেন,যদি ফ্রেন্ড ফলোয়ার ২০০ এর অধিক হয়।
আপনার আইডিতে বর্তমানে যেই প্রোফাইল এবং কভার ফটো থাকবে সেটাও পেইজে প্রোফাইল এবং কভারে চলে যাবে।
কনভার্ট করার পর সর্বোচ্চ ১৪ দিন সুযোগ পাবেন আইডির সকল জিনিস পেইজে ট্রান্সফার করার।
এখন হয়তো আফসোস করবেন,হায় হায় আমার এত সাধের আইডি গায়েব হয়ে যাবে? মোটেই না! আইডি ও থাকবে,আবার সেটা পেইজ হিসেবেও থাকবে,দুটোই।
আপনার ফেসবুক আইডি থেকেই সেই পেইজ পরিচালনা করতে পারবেন
আপনি যাদের সাথে চ্যাট করেছেন,সেসব ম্যাসেজ পেইজ থেকে দেখা যাবে না
যেসব গ্রুপে আপনি জয়েন ছিলেন,সেসব গ্রুপ থেকে অটোমেটিক বাদ পড়ে যাবেন।
আপনার প্রোফাইলে যত ছবি, ভিডিও,পোস্ট আছে সব পেইজে নিয়ে যেতে পারবেন ১৪ দিনের মধ্যে। তবে এখানে একটা কথা আছে,আপনি যদি কিছু কপি করা ভিডিও আইডি তে দিয়ে থাকেন,সেইসব আবার পেইজে ট্রান্সফার করবেন না একদম ই,পেইজ রেস্ট্রিকটেড হয়ে যাবে,একদম নিজের তৈরি করা ভিডিও পেইজে ট্রান্সফার করলে কোন সমস্যা নাই।
আমরা যেমন পেইজ চালাই,একদম ঠিক সেভাবেই এই পেইজ ও বাণিজ্যিক পেইজ হিসেবেও চালাতে পারবেন।
আমি অনেকজন কেই দেখেছি যারা দুই টা আইডি চালান। একটা পার্সোনাল, আরেকটা প্রফেশনাল। যারা এরকম দুইটা আইডি চালান,তারা প্রফেশনাল আইডিতে কয়েক হাজার ফ্রেন্ড যুক্ত করে তারপর সেটাকে পেইজ বানাতে পারেন। তাদের জন্যই এটা সবচেয়ে বেটার।
ফেসবুক মূলত এই অপশন টা চালু করেছে সেলিব্রিটি দের কথা চিন্তা করে। ফেসবুকে ৫ হাজারের বেশি ফ্রেন্ড যুক্ত করা যায় না,তাই তাদের কথা চিন্তা করে, তারা যাতে আরও ফ্রেন্ড ফলোয়ার যুক্ত করতে পারে,সেজন্যই ফেসবুক এই ফিচার চালু করেছে।
আচ্ছা এখন আপনারা কি কেউ এরকম আইডিকে পেইজে কনভার্ট করতে আগ্রহী? আমার যদিও কিছু ফ্রেন্ড এবং ২১০০+ ফলোয়ার আছে,কিন্তু আমি আগ্রহী না
যারা আগ্রহী তারা কিভাবে মাত্র ২ মিনিটে পেইজে কনভার্ট করতে পারেন সেটা নিয়ে পোস্ট দিবো আগামীকাল, ইনশাআল্লাহ।
ভালো থাকবেন সবাই