আপনি ফেসবুক চালাচ্ছেন,হঠাৎ দেখলেন যে একজন তার পোস্টে ২০-৩০ টা ছবি দিয়েছেন।আপনার মাথায় প্রথম কোন জিনিস টা আসবে?
নিজের অজান্তেই হয়তো বলেন যে, কাদের কাকুর মত অভ্যাস।
এদিকে আপনি নিজে বিজ্ঞাপন দেবার সময় একসাথে পারলে গ্যালারির সব ছবি দিয়ে দেন।
আপনার বাজেট হলো- ৫/১০ ডলার হোক বা ৫০/১০০ ডলার হোক।
বিজ্ঞাপনে ছবি দেন,২০-৫০ টা কিংবা তারচেয়েও বেশি আর প্রোডাক্টের দাম হয়তো- ১০০০ থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের পন্যের।
যারা এই কাজ করেন,তাদেরকে বলতে মনে চাই কি জানেন?
ঘটে মানে ঐ মাথায় কি কিছু আছে আদৌও?