ঠিকই পড়ছেন,একটা মাত্র শব্দের ব্যাবহার আপনার জীবনটাকেই বদলে দিতে পারে।নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা হচ্ছে,কি সেই পাওয়ারফুল শব্দ?
Gratitude কিংবা কৃতজ্ঞতা,হলো সেই পাওয়ারফুল শব্দ।
খুব খেয়াল করে দেখবেন,আমার-আপনার মন খারাপের বড় কারন হলো- “ওমুকের ঐটা আছে,আমার এইটা নেই।” এমন টাইপের আক্ষেপ।
আসলে এমন আক্ষেপ আর না পাওয়া কোন জিনিসের প্রতি তীব্র চাহিদাই মুলত আমাদের মন খারাপের কিংবা ডিপ্রেশনের কারন।
একবার ভাবুন, আপনি কিংবা আমি-সারাদিনে যতবার ভাবি,আমাদের এইটা নেই, ঐ টা নেই।ঠিক তার তুলনায় ১০% সময়েও কি ভাবি যে,আমার-আপনার কি কি আছে?
আমি বলতে চাইছি- আমাদের যা আছে,সেগুলিকে কি আমরা একটুও স্মরণ করি?
আসুন একটু তালিকা করি আমাদের কি কি আছে-
শরীর সুস্থ আছে,আলহামদুলিল্লাহ
সম্মান আছে, আলহামদুলিল্লাহ
বাবা-মা,পরিবার ও সন্তান আছে,আলহামদুলিল্লাহ
নিঃশ্বাস নিতে পারি,আলহামদুলিল্লাহ
হাত-পা সবই সুস্থ আছে,আলহামদুলিল্লাহ
এভাবে হিসাব করলে,আমাদের যা আছে সেগুলার সংখ্যা কি কম হবে কোনভাবে?
সর্বোপরি ভাবুন,আমি বেঁচে আছি,আলহামদুলিল্লাহ। বেঁচে থাকা মানেই তো আমার অনেক কিছু অর্জন করার কিংবা নিজের করে নেবার সুযোগ থাকা।অথচ,আমি-আপনি সেই সুযোগটাকে কাজে না লাগিয়ে,আমরা ব্যাস্ত Nothing শব্দটাকে নিয়ে খেলা করতে।
একদিন একটু Nothing শব্দের ব্যবহারটা বাদ দিয়ে, Something শব্দের ব্যবহার করে দেখুন ম্যাজিকটা।নিজের উপরে কনফিডেন্স বেড়ে যাবে অনেক।নিজেকে সুখি মনে হবে।,পৃথিবীটা সুন্দর লাগবে।
Please avoid the word “nothing” & use the word “something”