একটি উদ্যোগের ইতিকথা এবং বাস্তবতা

সে সেকেন্ডের হিসাবে বহুকাল আগের কথা,যেটাকে মিনিটে কিংবা ঘন্টায় কনভার্ট করলেও বহুকাল বলা যাবে কিন্তু দিন বা মাস কিংবা বছর হিসাব করলে বলতে হবে- কিছুকাল আগের কথা।
সে যাক কিছুকাল হোক আর বহুকাল,একদা একজন মিষ্টভাষী,মেধাবী এবং নিপাট সম্মানিত ভদ্রলোক একটি উদ্যোগ গ্রহণ করলেন।
উদ্যোগ গ্রহনের আগে বারংবার তিনি তার কাছের মানুষ,আপনজন,বন্ধু-বান্ধব সবাইকে জানালেন,এবং এক নিদারুণ ভ্যাবাচেকাময় সময়ে এসে পদার্পণ করলেন।
কেননা,খুব কাছের বা আত্নীয় যারা তারা শুধুমাত্র নাখোসই নয় বরং এক প্রকার তিরষ্কার করলেন।চাকুরী ছেড়ে কেন এই কাজে নামতে হবে?
বোধ বুদ্ধির লোপ হয়েছে দারুনভাবে,এই ব্যাখাটি তখন বোঝানো হলো।
এদিকে বন্ধু-বান্ধব সার্কেলে নানান মত আসলো,তবে বেশিরভাগই বললো- আরে তুই শুরু কর,আমি আছি।আমি এটা করাবো, আমি ওটা করাবো।
আমি রেগুলার সার্ভিস নিব আবার কেউ বললো- আজ থেকে আমি আমার সব সার্কেলকে জানাবো।
এই সকল কথা শুনে,এই নিপাট সম্মানিত ভদ্রলোক চিন্তা ভাবনা বাদ দিয়ে কাজে নেমে পড়লেন।এবং এরপরেই তিনি বন্ধুদের এবং তথাকথিত আপন মানুষদের চিনতে শুরু করলেন।
বন্ধু-বান্ধব, ৫% বন্ধু-বান্ধব বাদ রেখে বাকি ৯৫% ই ফ্রীতে পন্য কিংবা সেবা খোঁজে,আর ফ্রী না দিলে তাদের অবস্থান চেনা হয়ে যায়,কিন্তু বাস্তবতা হলো- আপনি যখন কাজ শুরু করবেন,তখন আপনার প্রকৃত বন্ধুরা আপনাকে প্রোমোট করবে বারবার,তারাই আপনার মার্কেটিং করবে।সেটা অনলাইনে কিংবা অফলাইনে মাউথ টু মাউথ মার্কেটিং এ।
আবার আপনি যাদের আপন ভেবেছেন তারাও কিছু দলে বিভক্ত- একদল বলবে- এই পাগলামি করার কোন মানেই হয়না।
একদল বলবে- টাকা পয়সা নষ্ট করছে।
একদল বলবে- পরিবারের সম্মান নষ্ট করছে।
কিন্তু আপনি সফল হলে- সবাই বলবে,আমি জানতাম সে সফল হবেই।তার মাঝে এই গুন যে আছে সেটা আমিই জানতাম।এসব নিয়ে এক প্রকার তর্কে বসে যাবে সবাই।
এই গল্পের মুল সারমর্ম হলো- আপনি যখন কোন কাজ শুরু করবেন,তখন আপনি যদি অতীব মাত্রায় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী না হয়ে থাকেন তাহলে সবকিছুই আপনার বিপক্ষ্যে পাবেন।
আর এজন্যই যারা উদ্যোগ শুরু করতে চাইছেন বা করেছেন- তারা ধরেই নিবেন,আপনার সার্কেল আপনাকে ইন্সপায়ার করা তো দুরের ব্যাপার বরং চুড়ান্ত লেভেলের খারাপ করবে।
এজন্য প্রাধান্য দিবেন নিজের কাজকে আর যারা আপনার কাজকে ভালোবাসে তাদেরকে।এতে করেও কথা শুনবেন কিন্তু আপনি দিনশেষে ভালো থাকবেন।
আপনি যত ভালো কাজই করেন না কেন,আপনার জন্য যার স্বার্থ নষ্ট হবে,সে আপনাকে কখনোই হাইলাইট করবেনা উলটা আপনার দুর্নাম করবে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *