একটি ফেসবুক পেজের পোষ্ট মার্টেম স্টোরি

আজ থেকে একটু একটু করে আমরা একটা ফেসবুক পেজের পোষ্ট মার্টেম করবো।খেয়াল রাখবেন আমি যে সিরিজ লিখি, সেটা কিন্তু সিরিজভিত্তিক লিখি এবন সময় মেনেই।তাই রিমাইন্ডার দিয়ে রাখবেন,ভুল হলে আপনার লস।
লজিক টা একটু বোঝার চেস্টা করলেই হবে, আমাদের ফেসবুক পেজে ইদানিং সবারই প্রায় একই কমপ্লেইন- “ভাইয়া, আমাদের পেজের রিচ একেবারেই কমে গেছে।”
আমার একটু প্রশ্ন আছে-বিজ্ঞ সকল ফাউন্ডার এডমিন ও কোম্পানির সি ই ও দের নিকটে।
আমরা কেন আমাদের বিজনেস পেইজে সেল পোস্ট দিয়ে ভরে ফেলছি, সেল পোস্টের বাইরে কেন যেতে পারছি না বা চিন্তা করছি না?
উত্তর আসতে পারে সেল পোস্ট না দিলে সেল কিভাবে আসবে ভাইয়া?এদিকে বিজ্ঞ লিডাররা আবার বলেন যে- বুষ্ট করে সেল করা যাবেনা।তাহলে কি করা যাবে ভাইয়া?
আমার উত্তর খুব সোজা, এখন ফেসবুক পেইজে অর্গানিক পোস্ট করে সেল পাওয়া খুব কঠিন, যদিনা আপনি সেই লেভেলের কন্টেন্ট রাইটার আর মারাত্বকভাবে হাইপ ওয়ালা কোন পার্সোনাল ব্রান্ডিং এর মানুষ না হয়ে থাকেন।
উপরের কোন স্পেশাল গুন আপনার না থাকাটা খুব স্বাভাবিক।আর এইজন্যই আপনাকে পেইড প্রমোশন(বুস্ট) বা এড ক্যাম্পেইন চালাতে হবে, এবং আমি পরের অংশে এইটার আরো বিস্তারিত লিখছি।
ধরে নিচ্ছি যে, আপনি পেইড এড রান করেন এবং সেটার মাধ্যমেই আপনার মুলত সেল টা জেনারেট হচ্ছে।
একটু আগেও লিখেছি যে, এখন ফেসবুকের এরকম কম্পিটিশনের মধ্যে অরগানিক পোস্ট থেকে সেল পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার যদি না আপনি খুব ভালো মানের কন্টেন্ট রাইটার না হয়ে থাকেন।
এখানে অনেকটা আমও গেলো, ছালাও গেলো ব্যাপারটা এমন, আপনি পেইজে শুধু মাত্র সেল পোস্ট দিয়ে অরগানিক সেল পেলেন না, আর শুধু মাত্র সেল পোস্ট করার কারনে আপনার এঙ্গেজমেন্ট কমে গেলো (যাবেই কারন সে পোস্টে স্বাভাবিকভাবেই কমেন্ট, লাইক, শেয়ার কম হয়) আর এগুলো যখন কমে যায় তখন ফেসবুক অলগারিদম আপনার পেইজকে তাদের র্যাঙ্কিং এর একদম তলানিতে রেখে দেয়, আর এরকম হলে কি হয় জানেন?
জেনে থাকলেও কন্টেন্টের শেষে কমেন্ট করুন, আর না জানলেও কমেন্ট করুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *