একটি campaign রান করলে শুরু দিকে রেসপন্স

একটি campaign রান করলে শুরু দিকে রেসপন্স কম থাকে আস্তে আস্তে রেসপন্স বৃদ্ধি পায় ।
বিষয়টি কতটুকু সত্য?
উত্তর ০১- জ্বী সত্য, ২৪-৪৮ ঘন্টা রেজাল্ট যেমনই আসুক এডস বন্ধ করবেন না। ৪৮ ঘন্টা পর যদি দেখেন CPM (Cost per message) হাই এবং মেসেজের তুলনায় কনফার্ম অর্ডার কম তখন এডসেট এডিট করবেন।
এড সেট এডিট করলে পুনরায় ইনরিভিউ দেখাবে।
উত্তর ০২– এড অপটিমাইজ হতে সময় লাগে।
উত্তর ০৩– অপটিমাইজ হবার পরে এড রেসপন্স ভালো হয় যদি টার্গেটিং ঠিক থাকে আর মার্কেটিং যদি নিয়মিত করেন তাহলে এমনটা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *