এডের রেজাল্ট ভালো হচ্ছে এমন পোস্ট দেখে অনেক নতুন মানুষের রিকোয়েস্ট আর ম্যাসেজে আমাদের অবস্থা নাজেহাল।
সবার একটা কমন প্রশ্ন- আমি এখন এড রান করাতে চাইছি এখন কি রেজাল্ট ভালো আসবে?
এই প্রশ্নের আসলে এত সহজ ব্যাখা আমাদের কাছে নেই।আমরা সব সময় বলে এসেছি,একটা এডের পারফরম্যান্স মুলত কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে।

ফেসবুক পেজ কতটা প্রফেশনাল

এডের কন্টেন্ট

এডের কন্টেক্সট

Photography & Videography

Ads Budget

Ads Time

কত সময় ধরে রান করছেন এই পেজে বিজ্ঞাপন
এগুলি না জেনে বা না ঠিক থাকলে আপনি হয়তো দুই একটা এডে ভালো রেজাল্ট পাবেন কিন্তু লং টাইম ক্যারি করতে পারবেন না।